ফাহিম শাহরিণ কৌশিক খান
চাঁদপুর সদর উপজেলা ১৩নং হানারচর ইউনিয়নে হরিণা চৌরাস্তায় সিএনজি স্কুটারের ধাক্কায় নুরুল গাজী (৫৪) নামে এক বৃদ্ধের করুণ মৃত্যুর ঘটনা ঘটেছে। গত ২২ অক্টোবর মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে তার মৃত্যু ঘটে। এ ঘটনায় অভিযুক্ত সিএনজি স্কুটারের চালক বিষ্ণুদী রোডের ব্যাংক কলোনী কুদ্দুসের ছেলে মামুনকে (৩০) আসামী করে মডেল থানায় মামলা দায়ের করা হয়। ঘটনার বিবরণে জানা যায়, গত ১৭ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে হরিণা গাজী বাড়ির নুরু গাজীর মেয়ে শ্বশুর বাড়ি থেকে বেড়ানোর উদ্দেশ্যে রওয়ানা দেয়। মেয়েকে নেয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে হরিণা চৌরাস্তা সংলগ্ন কাঠের পুলের কাছে রাস্তার পাশে দাঁড়ালে পেছন দিক থেকে একটি সিএনজি স্কুটার (১১-৩৯২) গাড়িটি দ্রুত গতিতে এসে সজোরে ধাক্কা মারে। এ সময় নুরু গাজী গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। সিএনজি চালক মামুন নুরু গাজীকে সিএনজিতে উঠিয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। তার অবস্থা অবনতি দেখে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেলে রেফার করে। রোগীর মুমুর্ষ অবস্থা দেখতে পেয়ে চালক মামুন ক্ষতিপূরণ দেয়ার নাম করে হাসপাতাল থেকে পালিয়ে যায়। নুরু গাজীর আত্মীয়-স্বজন দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসে। মৃত্যুর পর তাকে ময়নাতদন্ত করে চাঁদপুর নিয়ে আসে। এ ঘটনায় মৃত নুরু গাজীর পরিবার অভিযুক্তের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে বলে জানা যায়।
শিরোনাম:
বুধবার , ৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২০ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।