প্রতিনিধি
হাইমচর উপজেলার দুটি বাজারে আগুন লেগে দোকান, বসতবাড়ি ও কাঠের ভুসি মজুদ রাখা গোডাউন পুড়ে গেছে। রোববার দিবাগত রাত ১২টায় প্রথমে জনতা বাজারে কাঠের ভুসির দোকানে আগুন লাগে। এ থেকে আগুন ছড়িয়ে দুটি বসতঘরসহ মোট ৫টি ঘর পুড়ে যায়। এছাড়া আলগী বাজারে কৃষি ব্যাংক সংলগ্ন চায়ের দোকানে আগুন লেগে ৩টি দোকান পুড়ে যায়।
জানা যায়, হাইমচর উপজেলার জনতা বাজারে মোঃ জাকির হোসেন আখনের মজুদ রাখা কাঠের ভুসিতে আগুন লেগে তা চারদিক ছড়িয়ে গেলে পাশে দুটি বসতঘর পুড়ে যায়।
এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত মোঃ জাকির হোসেন আখন জানান, আমার সাথে বাজার নিয়ে এই এলাকার লোকজনের সাথে অনেক কিছু হয়েছে। যার জের ধরে আমার গোডাউনে প্রথমবার আগুন দিতে গেলে ব্যর্থ হয়। কিন্তু রোববার রাতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে আমার তিনটি ঘর ও গোডাউনে থাকা মালামালসহ মোট ৫টি ঘর পুড়ে যায়। যার ক্ষয়ক্ষতির পরিমাণ হবে ১৫ লক্ষাধিক টাকা। তিনি জানান, আমার জানা মতে, এর পেছনে মোঃ আক্কাস গাজী, সিরাজ গাজী, মোঃ রাজন ও সিরাজ আখনদের হাত রয়েছে। আমি এদের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার ও থানার অফিসার ইনচার্জকে জানাবো। তাদের বিরুদ্ধে আইনের আশ্রয় নেবো।
এছাড়া একই রাত ২টার দিকে হাইমচর উপজেলার আলগী বাজারে মোঃ সেলিমের চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এতে দোকানে থাকা ফ্রিজ, টিভিসহ তিন দোকানের জিনিসপত্র পুড়ে যায়। এলাকার দোকানদাররা জানান, রাতে চাঁদপুরের ফায়ার সার্ভিস আসতে আসতে স্থানীয় লোকজন আগুন নেভাতে সক্ষম হয়। লোকজন আরও জানান, হাইমচরে কোনো ফায়ার সার্ভিস না থাকায় প্রতি বছর আলগী বাজারে ব্যবসায়ীদের দোকানপাট আগুনে পুড়ে শেষ সম্বলটুকু হারাতে হয়। আমরা আগুনে পুড়িয়ে আমাদের শেষ সম্বল আর হারাতে চাই না।