হাইমচর সংবাদদাতা: এসো দূর করি অসহায় মানুষের কষ্টের কালো রাত, তাদের হাতে হাত রাখি সহানুভূতির আপন হাতে। এই স্লোগান কে সামনে রেখে, মানবতার কল্যাণে বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থার উদোগে হামইচরে ৩০০ অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন সংস্থাটি।
সংগঠনের মহাপরিচালক সৌদি প্রবাসী এস বি এন আঃ সোবাহান এর নেতৃত্বে, বাংলাদেশ থেকে পরিচালনা করেন, আলমগীর হোসেন বেপারী, সহযোগিতায় আরও ছিলেন দুবাই থেকে আলমগীর হোসেন আখন মালেশিয়া থেকে সরিফ,মালেশিয়া থেকে শাহিন দেওয়ান, সৌদি আরব থেকে রুবেল রাডি সৌদি আরব থেকে সিদ্দিক হাওলাদার, সিংগাপুর থেকে মহন বেপারী কাতার থেকে রাসেল গাজি, সৌদি থেকে বাসার বেপারি, সৌদি থেকে ফারুক শেখ, সৌদি থেকে জসিম আখন।
তাদের সার্বিক সহযোগিতা নিয়ে শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় হাইমচর উপজেলা ২ নং উঃ আলগী ইউনিয়ন ৭ নং ওয়ার্ড ছোটক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শীতার্তদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক, আলহাজ্ব হাফেজ মোঃ আবু তাহের মিয়াজী, হাইমচর উপজেলা ছাত্রলীগের সাবেক, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম রনি,হাইমচর উপজেলা আওয়ামী লীগের নেতা মোঃ মামুন মিজি,ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক গাজী সুজন, হাইমচর টাইম সম্পাদক সরদার নূরে আলম( জিকু) দৈনিক চাঁদপুর সংবাদ প্রতিনিধি ও ইসলামী সংগীত শিল্পী এস.এম. শাহ আলম, মমতাজ বেপারী, ৮ নং ওয়ার্ড সম্ভাব্য ইউপি মেম্বার পদপ্রার্থী মোঃ জাহাঙ্গীর আখন, সৌদি প্রবাসী মোঃ আলমগীর হোসেন, মিজান বেপারী, নবু গাজীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
চাঁদপুরনিউজ/এমএমএ/