প্রতিনিধি
হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর মেধাবী ছাত্র ও উপজেলার মহজমপুর গ্রামের মোঃ অলি উল্লা আখনের ছেলে মোঃ নাজমুল (১৫) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বরণ করেছে।
গতকাল বুধবার সকালে নাজমুল তার ঘরে বৈদ্যুতিক সুইচ ব্যবহার করার সময় অসাবধানতাবশত হাতে বিদ্যুৎস্পৃষ্ট হলে তাৎক্ষণিক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে তার পরিবারে এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।