স্টাফ রিপোর্টার॥চাঁদপুর হাইমচর উপজেলার ২নং উত্তর আলগী ইউনিয়নে জাটকা আহরণে বিরত থাকা জেলেদের মাঝে এপ্রিল মাসের বিশেষ ভিজিএফ কার্ডের চাল বিতরণ করা হয়েছে। সোমবার (৩০ এপ্রিল) সকাল থেকে দিনভর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হোসেন দুলাল পাটওয়ারি উপস্থিত থেকে পর্যায়ক্রমে এ চাল বিতরন করেন। ইউনিয়নের ৩ হাজার ১৩৮ জন জেলের মাঝে জনপ্রতি ৪০ কেজি করে চাল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কৃষি কর্মকর্তা (ট্যাগ অফিসার) মো.মিজানুর রহমান,সহকারি কামাল হোসেন,ইউপি সচিব আজহারুল ইসলাম,উত্তর আলগী ইউয়িন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো.বাচ্চু মিয়া খান,মেম্বারদের মধ্যে উপস্থিত ছিলেন,ফারুকুল ইসলাম,আবুল হোসেন,নজির দেওয়ান,এমরান হোসেন,মিন্টু কবিরাজ,আলমগীর হোসেন,নাজির বেপারি, আবুল খায়ের,মিজান শেখ,ফাতেমা বেগম,ফরিদা বেগম,রৌশুমা বেগম প্রমুখ।
চেয়ারম্যান মনির হোসেন দুলাল পাটওয়ারী জানান, স্কেলে মেপে জেলেদের চাল জেলেদের বুঝিয়ে দেয়া হচ্ছে। এ বছর আমার ইউনিয়নের জেলেরা আইন মেনে নিষেধাজ্ঞা সময়ে মাছ ধরতে নদীতে নামেনি।