চাঁদপুর: চাঁদপুরের হাইমচর উপজেলা প্রেসক্লাব সভাপতি ও দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার সিনিয়র সাংবাদিক মাহবুব আলম বাশার (৪৪) আরে বেঁচে নেই।
রোববার (২৬ নভেম্বর) সকাল ৭টায় তিনি পেটের পীড়া জনিত রোগে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ এ- হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি……. রাজিউন)।
তিনি পেশাগত জীবনে প্রায় দুই যুগ সাংবাদিকতার পাশাপাশি জেলার ফরিদগঞ্জ উপজেলার প্রত্যাশি আরএ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছিলেন। তাঁর গ্রামের বাড়ী হাইমচর উপজেলার উত্তর আলগী ইউনিয়নের আলগী গ্রামে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। তিনি স্ত্রী পরিবারসহ চাঁদপুর শহরের কোড়ালিয়া রোডে একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
বাদ আছর নিজ বাড়ীতে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে বলে মরহুমের ছোট ভাই আবুল কালাম নিশ্চিত করেছেন। আবুল কালাম জানান, তিনি গতকাল সন্ধ্যা রাতে হঠাৎ করে পেটের ব্যাথা অনুভব করেন। প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল নিয়ে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে যাওয়া হয় রাতেই। কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে ৩ ঘন্টা অবস্থান করার পর চিকিৎসক আসেন। শেষ পর্যায়ে চিকিৎসা দিলেও তাঁকে আর বাঁচানো সম্ভব হয়নি।
মাহবুব আলম বাশারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলন এর যুগ্ম মহাসচিব, জাতীয় দৈনিক অনুপমা এর সম্পাদক, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক, চাঁদপুর জেলা সংবাদপত্র সম্পাদক পরিষদ এর সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান রোকন, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শরীফ চৌধুরী, সাধারণ সম্পাদক জিএম শাহীনসহ সাংবাদিক নেতৃবৃন্দ।