চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদীর লালমিয়ার চর ও চরভৈরবী আমতলা এলাকা থেকে অজ্ঞাতনামা দু’টি গলিত ও মাছ শিকারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেল ৬টায় হাইমচর থানা পুলিশ ঘটনাস্থল থেকে এসব মৃতদেহগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।
হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল্যাহ অলি জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহগুলো উদ্ধার করে। উদ্ধারকৃতদের মধ্যে একটি মৃতদেহ আনুমানিক ২৫ বছর বয়সী নারী। যার পরনে নীল কালারের সেলোয়ার ও কামিজ রয়েছে। অপর মৃতদেহটি পচে যাওয়ার কারণে পুরুষ/মহিলা চিহ্নিত করা যায়নি। ধারণা করা হচ্ছে প্রায় ১মাসেরও অধিক সময়ের পূর্বে এদেরকে মেরে নদীতে ফেলা হয়েছে অথবা নৌ-দূর্ঘটনায় তাদের মৃত্যু হয়েছে। নদীর জোয়ারে অন্যস্থান থেকে লাশগুলো ভেসে আসে।
দৃ’টি মৃতদেহই ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হবে। মৃতদেহগুলো উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর জেলা পুলিশ কার্যালয়ের (ডিআইও-১) মো. মামুনুর রশিদ।
অপরদিকে উপজেলার পুরাতন কলেজ এলাকার মেঘনা নদী থেকে ওই এলাকার মাদব চন্দ্র মন্ডলের ছেলে স্বপন মন্ডল (৫০) এর মৃতদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, গত ১১ আগষ্ট স্বপন মাছ শিকার করতে গিয়ে বয়ার ধাক্কায় নদীতে নিমোজ্জিত হয়। পরে শুক্রবার বিকেলে তার মৃতদেহ ভেসে উঠলে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে তার স্বজনদের কাছে হস্তান্তর করে।