হাজীগঞ্জ প্রতিনিধি ঃ হাজীগঞ্জের বিলওয়াই ডাকাতিয়া নদীর তীরে ১৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের টেন্ডার প্রক্রিয়া হয়েছিল চাঁদপুর ¬পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে। অবশেষে ১৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র টেন্ডার বাতিল হল। জানা যায়, প্রায় ৩৫ শতাংশ জায়গার উপর এ বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য ২০০৯ সালের জুন মাসে টেন্ডার প্রক্রিয়ার বিজ্ঞপ্তি আহবান করলে ঢাকার রুরাল পাওয়ার কোম্পানী লিঃ টেন্ডার পায়। প্রায় ১শ কোটি টাকা ব্যয়ে এই বিদ্যুৎ কেন্দ্রটি স্থাপনের জন্য ঐ কোম্পানীকে কার্যাদেশ প্রদান করা হয়। পরবর্তীতে ওই কোম্পানীর সাথে পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুৎ ক্রয়ে বেশি রেট চাওয়ায় টেন্ডারটি বাতিল হয়ে যায়। কিন্তু দীর্ঘ ৩ বছর অতিবাহিত হলেও এখনো সেই জায়গায় ঐ কোম্পানীর মালামালের কিছু অংশ অকেজ অবস্থায় পড়ে থেকে অনেক টাকার লোকসান হয়েছে বলে জানা যায়।
চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির জিএম একেএম শাহাবুদ্দিন চৌধুরীর সাথে জানতে চাইলে তিনি বলেন, হাজীগঞ্জে ১৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের বিষয়ে আমার পূর্বে জিএম সাহেব বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের অধীনে পল্লী বিদ্যুৎ বোর্ড কর্তৃক দরপত্র আহবান করলে ঢাকাররুরাল পাওয়ার কোম্পানী লিঃ নামে এ কাজটি পায়। কিন্তু ঐ কোম্পানী বিদ্যুৎ উৎপাদনে যে দামে বিদ্যুৎ সরবরাহ করবে তা খুবই উর্ধ্বমূল্য হওয়ায় চুক্তিটি বাতিল হয়ে যায়। এছাড়াও তিনি আরও বলেন, সরকার গৃহিত এ পর পরই চাঁদপুরে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হচ্ছে বিধায় এবং এ ১৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র ছোট প্রকল্প কিন্তু খরচ বেশি পড়ায় সরকার এটি শেষ পর্যন্ত বাতিল করে দেয় ।
চাঁদপুর নিউজ সংবাদ