চাঁদপুর নিউজ রিপোর্ট 
হাজীগঞ্জের রামপুর আদর্শ কেজি স্কুলের অধ্যক্ষ মাহফুজুর রহমানের ডাস্টারের আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্র পিয়াল (৮) নামে শিশু শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। এ ঘটনায় শিক্ষার্থীর মাতা হাজীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের রামপুর আদর্শ কেজি স্কুলের অধ্যক্ষ মাহফুজুর রহমান প্রতিদিনের ন্যায় গত সোমবার সকাল ১০টায় তৃতীয় শ্রেণির গণিত বিষয়ে পাঠদানের জন্য শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থী পিয়ালকে গনিত বই দিতে বললে বইটি দিতে একটু বিলম্ব হলেই অধ্যক্ষের হাতে থাকা ডাস্টার দিয়ে তিনি ক্ষিপ্ত হয়ে পিয়ালকে মাথায় আঘাত করে। এতে শিক্ষর্থীর মাথা থেকে রক্ত বের হতে থাকে। অধ্যক্ষ এটি দেখে পিয়ালকে অন্য একটি রুমে নিয়ে দরজা বন্ধ করে রেখে দেয়। অবস্থা বেগতিক দেখে স্কুলের সহকারী অধ্যক্ষ মঞ্জুর হোসেনের সহযোগিতায় সামান্য কিছু ঔষধ হাতে দিয়ে দুপুর ১টায় শিশুটিকে বাড়িতে পাঠিয়ে দেয়। শিশুটির মাতা নাজমা বেগম ছেলের মাথা থেকে রক্ত বের হতে দেখে তাকে নিয়ে থানায় চলে আসে।
বিষয়টি জানতে সরজমিনে রামপুর আদর্শ কেজি স্কুলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। পরবর্তীতে স্থানীয় রামপুর বাজারে গিয়ে ভাইস প্রিন্সিপাল মঞ্জুর হোসেনের সাথে কথা হলে তিনি জানান, অধ্যক্ষ সাহেব ডাস্টার দিয়ে তৃতীয় শ্রেণীর ছাত্র পিয়াল এর মাথায় বাড়ি দিলে তার মাথার চামড়া ফেটে যায়। আমরা সাথে সাথে ডাক্তার দেখিয়ে ঔষধপত্র দিয়ে তাকে বাড়ি পাঠাই।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম জানান, গতকাল একজন অভিভাবক এসে একটি শিশুকে নিয়ে আহত অবস্থায় থানায় এলে আমরা তার চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই। এরপর তাদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়ে এস আই আব্দুল মান্নানকে দায়িত্ব দেয়া হয়। বিষয়টির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল আউয়ালের সাথে কথা হলে তিনি জানান, আমি এ জাতীয় একটি অভিযোগ পেয়ে ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্কুলের কমিটির সভাপতিকে বিষয়টি মিমাংসার জন্য সময় দিয়েছি।
শিরোনাম:
রবিবার , ১৬ নভেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২ অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
