হাজীগঞ্জ (চাঁদপুর): ইউনিক চক্ষু হাসপাতাল হাজীগঞ্জ এর উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৬ মার্চ) বিকাল সাড়ে ৩টায় হাজীগঞ্জ পশ্চিম বাজার আল কাউছার স্কুল সংলগ্ন রুহুল আমিন ভবনে এ চক্ষু হাসপাতালের উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাঈনুদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইউনিক চক্ষু হাসপাতাল হাজীগঞ্জে সঠিক মানের সেবা করবে এ প্রত্যাশা করছি। হাজীগঞ্জ বাজারে এক সময় চক্ষু ডাক্তার ছিল না। এ বাজারে একের পর এক চক্ষু হাসপাতাল হচ্ছে। মানুষের অঙ্গপ্রতঙ্গের মধ্যে সবচেয়ে গুরুপ্তপূর্ণ হচ্ছে চোখ। এ চোখের চিকিৎসায় হাজীগঞ্জ আগের চেয়ে অনেক এগিয়ে রয়েছে। আশাকরি অন্যান্য হাসপাতালগুলোর সাথে প্রতিযোগিতা করে ইউনিক চক্ষু হাসপাতাল হাজীগঞ্জে সঠিক মানের সেবা করবে এ প্রত্যাশা করছি।
ইউনিক চক্ষু হাসপাতাল হাজীগঞ্জ উদ্বোধন অনুষ্ঠানে মো. মফিজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ¦ আশফাকুল আলম চৌধুরী, হাজীগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গাজী বিল্লাল হোসেন, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মো. সুমন তপদার, শাহ আলম বিএসসি, মো. সেলিম মিয়া। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের এডমিন অব চিপ ডা. মো. শাখাওয়াত হোসেন।
এসময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মহিউদ্দিন আল আজাদ, সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার প্রমুখ।
সংবাদদাতা/চাঁদপুরনিউজ/এমএমএ/