
নিহত ইভা ওই ইউনিয়নের রামপুর গ্রামের পোদ্দার বাড়ির ইব্রাহীমের মেয়ে। মাত্র আড়াই বছর বয়সে সে ডোবার পানিতে ডুবে মারা যায়। নিহত অপর শিশু মাহি একই ইউনিয়নের নওহাটা গ্রামের ভূঁইয়া বাড়ির আব্দুল কাদেরের ছেলে। তার বয়স হয়েছিলো চার বছর।
জানা গেছে, ইভা খেলতে গিয়ে নিখোঁজ হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশে ডোবায় ভাসতে দেখে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
অপরদিকে বুধবার (১৪ অক্টোবর) বিকেলে খেলতে গিয়ে নিখোঁজ হয় আব্দুর রহমান মাহি। তাকেও খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পুকুরে ভাসতে দেখে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস. এম সোয়েব আহমেদ চিশতি জানান, হাসপাতালে আনার পূর্বেই ইভা ও মাহির মৃত্যু হয়েছে। পানিতে ডুবে শিশু মৃত্যুরোধে পারিবারিক অসচেতনতার কথা উল্লেখ করেন এই কর্মকর্তা।