মিজান লিটন
গতকাল সোমবার হরতাল চলাকালে পুলিশের গাড়ি ভাংচুরের অভিযোগে ৩৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৪০/৫০ জনকে আসামী করে মামলা দায়ের করেছে পুলিশ। মামলা নং ২১। তারিখ ২৯.১১২.১৪।
মামলার সূত্রে জানা যায়, গতকাল সোমবারের হরতাল চলাকালে হাজীগঞ্জের টোরাগড় এলাকায় পুলিশের রিকোজিশন করা একটি সিএনজি স্কুটারের গ্লাস ভাংচুর ও এনায়েতপুরে মাইক্রোবাস এবং অটোরিক্সা ভাংচুরের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় ৩৮জন নামীয় আসামীসহ অজ্ঞাত আরো ৪০/৫০জনকে আসামী করা হয়েছে।
হাজীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোঃ কুতুবউদ্দিন জানান, পুলিশ প্রোটকলের গাড়ি ভাংচুরের অভিযোগে এ মামলা করা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় কাউকে ছাড় দেয়া হবে না।