চাঁদপুরের হাজীগঞ্জে ইউনিয়নের তথ্য সেবা কেন্দ্রে দূর্ধষ চুরির ঘটনা ঘটে। এতে প্রায় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।
জানাযায়, উপজেলার ৩নং কালচোঁ ইউনিয়নের তথ্য সেবা কেন্দ্রে সোমবার গভীর রাতে তথ্য সেবা কেন্দ্রের দরজার কড়া ভেঙ্গে ১টি লেপটপ, ১টি কম্পিউটার, ১টি প্রিন্টার, ১টি স্কেনার, ও ৩ হাজার টাকা মূল্যের ১টি ইন্টারনেট মডেম নিয়ে যায়।
ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের পরিচালক ইয়াছিন আরাফাত ও গীতা রানী জানান, প্রতিদিনের ন্যায় সোমবার তাদের সকল কাজকর্ম শেষ করে তথ্য সেবা কেন্দ্রের দুটি দরজার মধ্যে একটির ভিতর দিয়ে লক এবং পূর্ব পাশ্বের দরজায় তালা লাগিয়ে চলে যায়। গতকাল মঙ্গলবার সকালে অফিস খোলতে আসলে দেখি দরজার তালা নেই এবং দরজার কড়াটি ভাঙ্গা। পরে ইউপি চেয়ারম্যান ও স্থানী লোকদেরকে খবর দেই। এ ঘটনায় তথ্য সেবা কেন্দ্রের প্রায় ১ লক্ষটাকার মালামাল চুরি হয়। বর্তমানে আমাদের সেবা প্রদান করতে ব্যহত হচ্ছে।
ইউপি চেয়ারম্যান মো. দিলদার হোসেন কিসলু জানান, খবর পেয়ে আমি দ্রুত ইউনিয়ন পরিষদে আসি ও চুরির ঘটনায়টি হাজীগঞ্জ থানাকে অবহিত করি। থনায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মুর্শিদুল ইসলাম জানান, ইউনিয়ন পরিষদে চুরি হওয়া এটি খুব দুঃখজনক। এতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করে জানান, চুরির ঘটনাটি তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।
শিরোনাম:
মঙ্গলবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।