সাখাওয়াত হোসেন শামীম, হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদদাতা :
হাজীগঞ্জে বিদ্যুৎ সংযোগ দেয়ার নামে এক শ্রেণীর দালাল চক্র হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। এতে করে গ্রামের সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছেগ। ঘটনাটি ঘটেছে হাজীগঞ্জ উপজেলার ১১নং পশ্চিম হাটিলা ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে। জানা যায়, হাজীগঞ্জ-শাহ্রাস্তি নির্বাচনী এলাকার মাননীয় সংসদ সদস্য মেজর রফিকুল ইসলাম বীর উত্তমের বরাদ্ধকৃত সোয়া ২ কিলোমিটার বিদ্যুৎ সম্প্রসারণ চূড়ান্ত না হতেই ঐ এলাকার স্থানীয় নোয়পাড়া রেজিষ্টার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহ্সান মজুমদার ও মিজান মজুমদার মিলে গ্রামের সাধারণ লোকজন থেকে ৫, ১০, ১৫ ও ২০ হাজার টাকা করে হাতিয়ে নেয়ার অভিযোগ উঠে। অনুসন্ধানের গিয়ে জানা যায়, আহ্সান মাষ্টার ও মিজান মজুমদার স্থানীয় ক্ষমতার দাপট দেখিয়ে পল্লী বিদ্যুতের এক কর্মকর্তার নাম ভাঙ্গিয়ে টাকা আদায় করছে। এতে হান্নান মজুমদার থেকে ২০ হাজার, বাবুল মজুমদার থেকে ১০ হাজার, মিজান মজুমদার থেকে ২০ হাজার, বাবুল হাজী থেকে ২০ হাজার, হানিফ হাজী থেকে ২০ হাজার, আলমগীর থেকে ২০ হাজার এবং এই প্রকল্পের আওতায় ২’শ ১৮ জন গ্রাহক থেকে ২/৫ হাজার টাকা করে টাকা আদায় করে। এ বিষয়ে স্থানীয়রা জানান, আমরা প্রায়ই বিদ্যুৎ আসছে আসছে বলে শুনতেছি। কিন্তু এখনও পর্যন্ত বিদ্যুৎ সংযোগের কোন আলামত দেখা যায়না। মাষ্টার আহ্সান মজুমদার, এ বিষয়ে টাকা উত্তোলনের কথা অস্বীকার করলেও পরবর্তীতে তিনি বলেন, বিদ্যুৎ সংযোগের মালামাল আনা নেওয়ার জন্য কিছু টাকা উত্তোলন করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির এক এরিয়া পরিচালক জানান, আমাদের কোন কর্মকর্তা বিদ্যুৎ সংযোগের নামে কোন টাকা উত্তোলন করেনি বরং স্থানীয় এমপির বরাদ্ধকৃত যে বিদ্যুৎ লাইন সম্প্রসারণ করার কথা বর্তমানে ঐ কাজ স্থগিত রয়েছে। আর এ মাসেই সরকারের ১৮ লক্ষ প্রকল্প অনুমোদন হওয়ার কথা। অনুমোদন হলে এমপির বরাদ্ধকৃত কাজ হবে। বরাদ্ধ না হলে ঐ প্রকল্পের কাজ না হওয়ার সম্ভাবনা নেই। তার পরেও এ এমপির নাম ভাঙ্গিয়ে প্রতারক চক্ররা হাজীগঞ্জের বিভিন্ন স্থান থেকে সাধারণ মানুষকে ঠকিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। এ ব্যপারে স্থানীয় এমপিসহ প্রশাসনিক কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছেন ভূক্তভোগীরা।
শিরোনাম:
মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৯ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।