বিশেষ প্রতিনিধি ॥ অপহরণের ছোবল এবার চাঁদপুরের হাজীগঞ্জে লেগেছে। তিন থানা পুলিশের যৌথ অভিযানে অপহরণের ১২ ঘন্টার পর উদ্ধার হয় এক যুবক। অপহৃত যুবক উপেেজলার ৩ নং কালঁেচা ইউনিয়নের তারাপাল্লা গ্রামের হাজী আমির খাঁ’র পুত্র আবুল কালাম (৩০)।
পুলিশ সুপার আমির জাফরের নির্দেশ রাতভর তিন থানা পুলিশ অভিযান চালিয়ে আজ সোমবার সকালে কচুয়া উপজেলার গোলবাহার স্কুল এন্ড কলেজ পরিত্যক্ত কক্ষ থেকে হাত-পা বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করে।
থানা সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় উপজেলার তারাপাল্লা বাজারের আশেক আলী মার্কেটের সামনে থেকে সিএনজিতে করে তুলে নিয়ে যায় ওই যুবককে। অপহৃত যুবকের পরিবারের পক্ষ থেকে ছোট ভাই আবুল বাসার হাজীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহআলম পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে পাশ্ববর্তী কচুয়া ও মতলব দক্ষিণ থানায় বার্তা পৌঁছে দেয়। পরে জেলা পুলিশ সুপারের নির্দেশে তিন থানা পুলিশ যৌথ অভিযান চালায়।
অপহৃত আবুল কালাম জানান, হঠাৎ করেই তারাপাল্লা বাজারের আশেক আলী মার্কেটের সামনে থেকে সিএনজিতে করে তুলে নিয়ে যায়। এই ঘটনা নেতৃত্ব দেয় একই এলাকার তালুকদার বাড়ীর আতিক উল্লাহ তালুকদারের ছেলে আলমগীর হোসেন ওরফে ভোল্ডার আলমগীর (৪৫), নুরু তালুকদারের ছেলে (৩৮)।
আবুল কালাম আরো জানান, সিএনজিতে উঠিয়ে চোখ-মুখ বেঁধে ফেলে। তারপর মারধর শুরু করে। সন্ধ্যার পর অজ্ঞাত স্থানে নিয়ে যায়। মামলার বাদী আবুল বাসার জানান, রবিবার রাতে ভাইয়ের মোবাইল থেকে ফোন করে অপহরণকারীরা মুক্তিপণ দাবী করে।
হাজীগঞ্জ থানার এসআই এরশাদ জানান, হাজীগঞ্জ থানা ৭ জনকে এজহার নামীসহ আরো অজ্ঞাত ৩/৪ জনকে বিবাদী করে একটি মামলা হয়েছে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহআলম বলেন, অপহরণকারীদের গ্রেফতারের সর্বাত্মক চেষ্টা চলছে। পুলিশ সুপার আমির জাফর বিষয়টি নিশ্চিত করে বলেন, অপরাধীদের আইনের আওতায় আনা হবে।