জানা গেছে, মকিমাবাদ মৌজার ৫২৫ দাগের মধ্যে সুবোধ চন্দ্র ও বিনয় কৃষ্ণ পৈত্রিক সূত্রে ২১ শতক ও ক্রয় সূত্রে সাড়ে ১০ শতকসহ মোট সাড়ে ৩১ শতক সম্পত্তির মালিক হন। এর মধ্যে সড়ক ও জনপথ বিভাগ তাদের ৭ শতক সম্পত্তি অধিগ্রহণ করে। অবশিষ্ট থাকে সাড়ে ২৪ শতক সম্পত্তি। কিন্তু সুবোধ ও বিনয় বিভিন্ন সময়ে সড়ক ও জনপথের সম্পত্তিসহ সাড়ে ৩৫ শতক সম্পত্তি বিক্রি করে দেন।
ভুক্তভোগী গৌরপদ সাহা অভিযোগ করে বলেন, বঙ্গবন্ধুর খুনি রাসেদ গংয়ের সাথে আমার নাম জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্যে এবং আমাকে ভিটেমাটি থেকে উচ্ছেদের জন্যে। তিনি আরও বলেন, আমার ছেলে সন্তান নেই। প্রশাসনের কাছে গিয়ে আইনগত সহায়তা পাইনি। সুবোধ ও বিনয়ের লোকেরা কয়েকবার আমাকে মারার জন্য এসেছে। সন্ধ্যার পর আমি ঘর থেকে বের হই না। থানায় একাধিকবার জিডি ও অভিযোগ দিতে গিয়েছি। কিন্তু থানায় অভিযোগ নেয়নি।
গৌরপদ সাহা বলেন, ২০১১ সালে এবং ১২ সালে অর্পিত সম্পত্তি চিহ্নিত করাসহ আমার পরিবারের নিরাপত্তা চেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা প্রশাসকের কাছে আবেদন করেছিলাম। কোনো প্রতিকার পাইনি। বর্তমানে আমি কিছু সম্পত্তি বিক্রি করার চেষ্টা করছি কিন্তু তাদের হুমকি-ধমকির কারণে মানুষ আসতে পারছে না।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গৌরপদ সাহা রতন লাল গং-এর ১৫ শতক সম্পত্তি আমমোক্তারনামা দলিল মূলে দেখভাল করছেন। এ সম্পত্তি নিয়ে আদালতে মামলা চলছে। মামলা নং ৩৮/২০১২। মূলতঃ এই সম্পত্তিটি নিয়েই রাসেদ গং-এর সাথে গৌরপদ সাহাকে জড়ানো হয়েছে।