প্রতিনিধি হাজীগঞ্জে সওজের খাল থেকে অজ্ঞাত ব্যক্তি (৫০) লাশ উদ্ধার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। গতকাল বুধবার বিকেল ৫টার দিকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে একইদিন দুপুরের দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ উপজেলার বাকিলা বাজার এলাকার (আন্ধার ভাঙ্গা) আবুল মাস্টারের বাড়ির পাশে ও সওজের উত্তর পাশের খালের মধ্যে উপুড় হয়ে থাকা লাশটি দেখে স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা চাঁদপুর কণ্ঠকে জানান, বেলা আনুমানিক আড়াইটার দিকে এক ব্যক্তি সড়কের পাশে প্রসাব করতে বসে খালের মধ্যে লাশটি ভেসে থাকতে দেখে। লাশের মাথায় কোনো চুল নেই, মুখে সামান্য আধা-পাকা দাঁড়ি রয়েছে, পরনে সাদা প্রিন্টের লুঙ্গি, দেখতে শ্যামলা এবং পায়ের নখগুলো কালো। লাশ উদ্ধারের সময় এলাকার হাজার হাজার নারী-পুরুষ ভিড় জমায়।
লাশ উদ্ধার কাজে অংশ নেয়া হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাবেদুল ইসলাম জানান, ময়না তদন্তের পর বিষয়টি পরিষ্কার হওয়া যাবে। তবে স্থানীয়রা লোকটিকে কয়েকদিন আগে বাকিলা বাজার এলাকায় অসুস্থভাবে চলাফেলা করতে দেখেছেন বলে জানিয়েছে।