প্রতিনিধি : জেলার হাজীগঞ্জ উপজেলায় কাঁলোচো ইউনিয়ন বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
ইউনিয়নের রামপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির সাবেক জেলা সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক ও উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর কবির পাটওয়ারী সমর্থিত কর্মীরা রবিবার বিকেলে একই স্থানে কর্মসূচি পালনের ঘোষণা দেন। এতে আইন শৃঙ্খলার অবনতির আশঙ্কা থাকায় প্রশাসন এই আদেশ জারি করে।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মো. মুর্শিদুল ইসলাম ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রবিবার দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত ৪ নং কাঁলোচো ইউনিয়ন বিএনপির কোনো কর্মসূচি পালন করা যাবে না। ওই ইউনিয়নের রামপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় আইন শৃঙ্খলা রক্ষার্থে এই ঘোষণা দেওয়া হয়েছে।’
এ ব্যাপারে সাবেক জেলা সভাপতি ইঞ্জি. মমিনুল হক সমর্থিত ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা স্বপন দাবি করেন, রবিবার তাদের দ্বি-বার্ষক সম্মেলন হওয়ার কথা ছিল। তারা এ জন্য ১৫ দিন আগেই প্রচারণা চালিয়ে আসছেন। অথচ আচমকা ৫/৭ জন বিএনপি সমর্থক মাত্র দুই দিন আগে পাল্টা কর্মসূচি দিয়ে প্রশাসনকে হাত করে ১৪৪ ধারা জারি করিয়েছেন।
এদিকে উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর কবির পাটওয়ারী সমর্থিত ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর মল্লিক বলেন, রবিবার আমাদের ঈদ পূর্ণঃমিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অথচ বিএনপির বিদ্রোহী গ্রুপ আমাদের কর্মসূচি পণ্ড করতে চায়।
শিরোনাম:
রবিবার , ৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৪ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।