হাজীগঞ্জ থানা পুলিশ ৬শ’ পিচ ইয়াবা উদ্ধার করেছে। ইয়াবাসহ আটককৃত দুই মাদক কারবারি রাজন প্রকাশ ওরফে সিএনজি রাজন (৩০) ও রাশেদ ফকির (২৮)কে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এরআগে গত রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভাধীন ৯নং ওয়ার্ড কংগাইশ গ্রাম থেকে ইয়াবাসহ হাতে-নাতে আটক করে।
রাজন হাজীগঞ্জ পৌরসভার ১১নং ওয়ার্ডের রান্ধুরীমুড়া গ্রামের জলিল মিয়া বেপারী বাড়ির মৃত আবদুল লতিফের ছেলে রাজন প্রকাশ। রাশেদ ফকির পৌর ৯নং ওয়ার্ডের কংগাইশ গ্রামের ফকির বাড়ির আবদুল কাদের ফকিরের ছেলে। তারা চিহ্নিত মাদক কারবারি।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন রনির নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন, উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মাসুদ মুন্সী ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোজাম্মেলসহ সঙ্গীয় ফোর্স পৌরসভাধীন কংগাইশ গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে কংগাইশ গ্রামের রাশেদ ফকিরের ভাড়াবাড়ি থেকে ৬শ’ পিচ ইয়াবা ও দুটি মোবাইল ফোনসহ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী সিএনজি রাজন ও রাশেদ ফকিরকে হাতে-নাতে আটক করে পুলিশ। রোববার রাতেই আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন রনি জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স। সোমবার আসামীদেরকে আদালতে পাঠানো হলে মহামান্য আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠায়।