রফিকুলল ইসলাম বাবু ঃ
চাঁদপুরের হাজীগঞ্জে শিশু ধর্ষনের অভিযোগে সালাউদ্দিন (২৫) নামে যুবক কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার রাজারগাঁও গ্রামের মিজি বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। সালাউদ্দিন রাজারগাঁও ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামের মিজি বাড়ির হারুনুর রশিদ মিজির ছেলে।
হাজীগঞ্জ থানা পুলিশ জানায়, গত ৯ ফেব্রুয়ারী শ্রীপুর গ্রামের প্রবাসীর নার্সারী পড়–য়া শিশু কন্যা (৫) কে অভিযুক্ত সালাউদ্দিন পাশবর্তী এলাকায় মাহফিলে নিয়ে যায়। পথিমধ্যে লিলাম বাড়ির পরিত্যাক্ত পায়খানার পেছনে শিশুটিকে ধর্ষনের চেষ্টা করে। পরে শিশুটি চিৎকার করলে যুবক শিশুকে বাড়িতে দিয়ে আসে। শিশুটির মা জানায়, ঘটনার দিন সালাউদ্দিন শিশুটিকে এশার নামাজের পর মাহফিলে নিয়ে যাওয়ার কথা বলে ঘর থেকে নিয়ে যায়। প্রায় এক দেড় ঘন্টা পর তাকে আবার বাড়িতে ফিরিয়ে দিয়ে যুবকটি চলে যায়। পরে শিশুটি মায়ের কাছে তাকে নির্যাতনের বিবরণ জানায়। এ দিকে শনিবার সকালে হাজীগঞ্জ থানায় শিশুর বড় ভাই বাদী হয়ে অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিক্তিতে যুবক কে গ্রেফতার করে পুলিশ এবং শিশুটিকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। রাত ৮টায় চাঁদপুরের পুলিশ সুপার শামছুন্নাহার হাসপাতালে এসে শিশুটির চিকিৎসার খোজ খবর নেন ও পরিবার কে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস করেন। হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. হুমায়ুন বলেন, শিশু ধর্ষনের চেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়েছে। যুবককে জিজ্ঞাসাবাদ শেষে আগামীকাল রবিবার চাঁদপুর আদালতে পাঠানো হবে। বিষয়টি তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।