ফাহিম শাহরিন কৌশিক:-
চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের হামানকর্দ্দিত গ্রামের মাদক বিক্রেতা জসিম উদ্দিন (৩৫) কে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রম্যমান আদালত। গতকাল মঙ্গলবার নির্বাহী ম্যাজেষ্ট্রিজ সঞ্চয় কুমার মোহন্ত ভ্রাম্যমান আদালত বসিযে তাকে কারাদন্ড প্রদান করেন জেলহাজতে প্রেরণ করেন। পুলিশ সূত্রে জানাযায়, মডেল থানায় এ.এস.আই আহসানুজ্জমান লাবু সঙ্গীয় ফোর্স নিয়ে গত সোমবার গভীর রাতে হামানকর্দ্দি গ্রামে জসিম উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় পুলিশ তার ঘর তল্লশি চালিয়ে দেড়শ গ্রাম গাজা উদ্ধার করে। কিছুদিন পূর্বে ১কেজি গাজা সহ তাকে আটক করে জেলহাজতে প্রেরন করলে সে জামিনে বের হয়ে আবারও মাদব ব্যবসা শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চলিয়ে তাকে আটক করতে সম হয়। মাদক বিরোধী অভিযান পুলিশ সর্বদা অব্যাহত রাখবে।