চাঁদপুর: বৈরি আবহাওয়ার কারণে বন্ধ থাকার ১০ ঘণ্টা পর চাঁদপুর-শরীয়তপুর নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে।
বৃহস্পতিবার রাত ৮টার পর থেকে ফেরি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। শুক্রবার সকাল ৬টা থেকে ফের শুরু হয়েছে ফেরি চলাচল।
চাঁদপুর হরিণা ফেরিঘাটের ম্যানেজার মো. এমরান হোসেন জানান, আবহাওয়া খারাপ থাকার কারণে গতকাল রাত ৮টায় ফেরি বন্ধ করে দেওয়া হয়। তবে ভোরে ফেরি চলাচল শুরু হয়েছে।
সকাল থেকে চাঁদপুর-ঢাকা, চাঁদপুর-নারায়নগঞ্জগামী সব যাত্রী ও মালবাহী লঞ্চ চলাচল করেছে বলে জানা গেছে।