পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ১১নং ওয়ার্ডে মোবাইল ফোন প্রতীকে মেয়র প্রার্থী নাছির উদ্দিন আহম্মেদ গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন। শুক্রবার সকালে মাস্তান বাড়ি, পাওয়ার হাউজ দক্ষিণের খলিফা বাড়ি, লতিফ তহসিলদারের বাড়ি, মিজি বাড়ি, হাওলাদার বাড়ি, এসডু পাটওয়ারী বাড়ি, মন্টু পাটওয়ারী বাড়ি, মরহুম রশীদ পাটওয়ারী সড়ক, দক্ষিণ গুনরাজদী, বাগদী রোড, গফুর ভূঁইয়া বাড়ি, মালেক ভূঁইয়া সড়ক, মধ্য ইচলী ও ঢালী ঘাট এলাকার ভোটারদের বাসা, বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে গণসংযোগ করেন মেয়র প্রার্থী নাছির উদ্দিন আহম্মেদ। এছাড়া বিকেলে রঘুনাথপুর এলকায় ওঠান বৈঠকে করেন। এ সময় মেয়র প্রার্থী নাছির উদ্দিন আহম্মেদ ভোটারদের উদ্দেশ্যে বলেন, আমার মোবাইল ফোন প্রতীক পৌরবাসীর প্রতীক। দলমতের উর্দ্ধে থেকে আমি সকলের ভোট কামনা করছি। আমি পৌরবাসী ও পৌরসভার উন্নয়নের কথা মাথায় রেখেই সকল কাজ করেছি। আগামীতে আবারও নির্বাচিত হতে পারলে পৌরবাসীর উন্নয়নে ও কল্যাণেই কাজ করে যাবো।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক শামছুল হক মন্টু পাটওয়ারী, মোঃ তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া, সদস্য আবু তাহের পাটওয়ারী, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন বাচ্চু পাটওয়ারী, অর্থ বিষয়ক সম্পাদক ওমর পাটওয়ারী, মুক্তিযোদ্ধা আব্দল লতিফ ভূঁইয়া, বিশিষ্ট ব্যাবসায়ি মোস্তাফা কামাল, জেলা যুবলীগ আহবায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, যুগ্¥ আহবায়ক আবু পাটওয়ারি, মাহফুজুর রহমান টুটুল ভূঁইয়া, সদস্য অরুপ কর্মকার, গাজী আব্দুল গণি, জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রভাষক সফিউল আজম
শাহজাহান, সহ-সভাপতি কামাল উদ্দিন পাটওয়ারী, পৌর জাতীয় পার্টির সভাপতি সিরাজুল ইসলাম সিরু মিজি, শওকত আখন্দ আলমগীর, শহর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাবেক ছাত্র সমাজ নেতা গোলাম মোস্তফা, শহর যুবলীগের সাধারণ সম্পাদক বজলুর রহমান বজু মোল্লা, সহ-সভাপতি শফিকুল ইসরাম, ১১নং ওয়ার্ড আওয়ামীলীগের আহবায়ক গাজী আবুল হোসেন মাস্টার, সাধারণ সম্পদাক মানিক পাটওয়ারী, আওয়ামীলীগ নেতা তাপু পাটওয়ারী, লুৎফুর রহমান খানসহ বিভিন্ন অংগ সংগঠনের অসংখ্য নেতাকর্মী।
শিরোনাম:
রবিবার , ১৬ নভেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২ অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

