মনিরুল ইসলাম মনির:
মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর আওয়ামীলীগের উদ্যোগে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রস্তুতিসভা করেছে। সভা শেষে ইফতার মাহফিল করা হয়।
ছেংগারচর ডিগ্র কলেজের উত্তর পাশ্বে আল বোরাক প্লাজার তৃতীয় তলায় ছেংগারচর পৌর আওয়ামীলীগের সভাপতি(ভারপ্রাপ্ত) মোঃ মনির হোসেন বেপারীর সভাপতিত্বে ও ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ ছানা উল্লাহ সরকারের পরিচালনায় প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ শহীদ উল্যাহ প্রধান, উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ মোখলেছুর রহমান মাষ্টার, ছেংগারচর পৌর আওয়মীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবদুছ ছাত্তার, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর ভূঁইয়া, আওয়ামীলীগ নেতা আমান উল্যাহ মন্টু, পৌর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আমিনুল হক বেপারী, পৌর ছাত্রলীগের সভাপতি মাহবুব আলম বাবু, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি সহিদউল্যাহ খান, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক মোরশেদুল হক হিমেল, পৌর যুবলীগ নেতা আলমগীর হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা জনতালীগের আহ্বায়ক সাইদুল হক তৌফিক, যুগ্ন আহ্বায়ক বাচ্চু মিয়া বেপারী, পৌর ছাত্রলীগ নেতামোঃ ইউসুফ প্রধান ও মাসুদুর রহমান প্রমূখ। প্রস্তুতিমূলক সভা শেষে নেতাকর্মীরা একত্রে ইফতার করে।
প্রস্তুতিমূলক সভায় বক্তারা বলেছেন, ১৫ই আগস্ট বাঙ্গালী জাতির জন্য কালো দিবস। এ দিবসকে জাতীয় শোক দিবস হিসেবে প্রত্যেকটি বাঙ্গালরি পালন করা নৈতিক দায়িত্ব। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট রাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের লোকদের নিশংসভাবে হত্যা করা হয়। বঙ্গবন্ধু হত্যা মালমার পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবী জানান।