চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে হাই কোর্টের রায়ে ২বার স্থগিত হওয়ার ১১ মাস পর মঙ্গলবার অনুষ্ঠিত হয় হাইমচর উপজেলা পরিষদ নির্বাচন। ভোট গ্রহন শুরুর ১ ঘন্টা ২০ মিনিট না যেতেই উপজেলার সিপাহীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ( কেন্দ্র নং-১৭) ও চরভাঙ্গা উচ্চ বিদ্যালয় ( কেন্দ্র নং-১৮) আইন শৃংখলার অবনতি ঘটলে নির্বাচন কমিশন কেন্দ্র দু’টি স্থগিত করে। এ দু’টি কেন্দ্র দখলকে কেন্দ্র করে বিভিন্ন প্রার্থীর সমর্থকরা দেশীয় অস্ত্রের মহড়াসহ ব্যাপক হট্টগোল করে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন গাড়ী চালক জানায়, দূর্বৃত্তদের মধ্যে ১জনের হাতে আগ্নেয়াস্ত্র (বিদেশী পিস্তল) ছিলো। কেন্দ্রগুলোতে আইন শৃংখলা অবস্থা নিয়ন্ত্রণ রাখতে পুলিশ দু’রাউন্ড গুলি বর্ষণ করে। এতেও অবস্থা নিয়ন্ত্রণে না আসায় কেন্দ্র স্থগিত হয়।
এছাড়াও আইন শৃংখলা অবনতির কারণে ১৪নং চরকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ আলগী চৌকিদার বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রসহ কয়েকটি কেন্দ্রে সাময়িক ভোট গ্রহন স্থগিত থাকে। এসব কেন্দ্রে সেনাবাহিনী, বিজিপি, র্যাব ও পুলিশের যৌথ মহড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে স্থগিত কেন্দ্রগুলোয় পুনরায় ভোট গ্রহণ শুরু হয়। তবে সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি থাকায় বেলা ১১টার মধ্যে অধিকাংশ ভোট কেন্দ্রে ভোট গ্রহন শেষ হয়। বাকী ভোটাররা আস্তে আস্তে আসতে থাকে।
সকাল ১০টায় ১০নং ছোট লক্ষিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেয়ার সময় রাসেল মাঝি নামে এক যুবককে পুলিশ আটক করে। একই সময় ১৯নং উত্তর গন্ডামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩ ভুয়া এজেন্টকে আটক করে কান ধরে প্রকাশ্যে দাঁড় করিয়ে রাখা হয়।
সরেজমিনে উপজেলার উত্তর আলগী ইউনিয়নের ৯নং নয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৫নং চরকৃষ্ণপুর (কাটাখালি) সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৯নং উত্তর গন্ডামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫নং খুদিয়া বাজায়াপ্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৪নং পশ্চিম চরকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখা যায়, ভোটগ্রহনের শুরুতে পুরুষের চাইতে মহিলা ভোটারদের উপস্থিতি ছিলো বেশী।
বিচ্ছিন্ন ঘটনায় উপজেলা বিভিন্ন স্থানে বেশ কয়েকজন আহত হয়। এর মধ্যে রাকিব (৯) নামে এক শিশু গুরুতর আহত হয়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে চিকিৎসা দেওয়া হয়।
বেলা ১২টার দিকে আ’লীগ সমর্থিত মোটর সাইকেল প্রতীকের প্রার্থী সাবেক চেয়ারম্যান শাহজাহান, ঘোড়া প্রতীকের ২০দল সমর্থিত প্রার্থী অ্যাড. মোখলেছুর রহমান সাংবাদিকদের উপস্থিতিতে নির্বাচন বয়কট করেন।
শিরোনাম:
মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৯ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।