: সন্তান জন্মের পর তাকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ না করে ড্রেনে ফেলে দিলেন ৩০ বছর বয়সী এক মা। নর্দমার সেই ড্রেনে ৫ দিন ধরে জীবিত থাকার পর ওই ছেলেশিশুকে উদ্ধার করা হয়েছে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার সিডনিতে ৫ দিনের বেশি সময় ধরে ড্রেনে পড়ে থাকা শিশুটিকে গত রবিবার উদ্ধার করা হয়েছে। শিশুটি মারাত্মক অসুস্থ হলেও তার অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে।
শিশুটিকে ড্রেনের ৮ ফুট নিচের গর্ত থেকে উদ্ধার করা হয়। রাস্তার পাশ দিয়ে সাইকেল চালিয়ে যাওয়ার সময় দুই আরোহী শিশুটির কান্নার শব্দ শুনে তার অবস্থান নিশ্চিত করেন।
পুলিশের ধারণা, শিশুটি গত সোমবার জন্মগ্রহণ করেছে। জন্মের পর তাকে কম্বল দিয়ে মুড়িয়ে সরু ড্রেনে ফেলে দেওয়া হয়।
হাসপাতালের নথিপত্র ঘেঁটে পুলিশ শিশুটির মাকে শনাক্ত করে আটক করে।
শিশুটি বর্তমানে সিডনির ওয়েস্টমেড চিলড্রেনস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আদালতে সোমবার শিশুটির মা জানান, অবৈধ সম্পর্কের ফলে শিশুটি জন্মগ্রহণ করেছে। এ কারণে সদ্যজাত ছেলেশিশুটির মৃত্যু চেয়েছিলেন ওই নারী। তবে জন্মদাতার নাম উল্লেখ করেননি তিনি।
আগামী শুক্রবার মামলার পরবর্তী শুনানী অনুষ্ঠিত হবে।
শিরোনাম:
শনিবার , ২৬ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।