খোরশেদ আলম শিকদার ঃ
চাঁদপুরের কচুয়ায় শিলাস্থান মধ্যপাড়া ফোরকানিয়া মাদ্রাসায় ঢুকে মাদ্রাসার শিক্ষক শাহআলম ওরফে সাহেব আলী (৬৭) এলাপাতারি ছুরিকাঘাত করে খুন করেছে একই গ্রামের বখাটে রনি (২১)। রোববার সকাল সাড়ে ৬টার সময় এ হত্যা কান্ড ঘটে। এলাকাবাসী খুনি রনিকে আটক করে। কচুয়া থানা পুলিশ এস আই মোস্তফা ঘটনাস্থল থেকে খুনি রনিকে উদ্ধার করে কচুয়া থানায় নিয়ে যায়। লাশ ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরন করে। এ রিপোট লেখা পর্যন্ত হত্যা মামলার প্রস্তুতি চলছে।
ঘটনার বিবরনে জানাযায়, হত্যার শিকার শাহআলম ওরফে সাহেব আলী কারী, পিতা মৃত উমেদ আলী। গ্রাম শিলাস্থান মনু চেয়ারম্যান বাড়ি তিনি শিলাস্থান গনি হাজি বাড়ির পাঞ্জেগানা মসজিদের ঈমাম এবং শিলাস্থান মধ্যপাড়া ফোরকানিয়া মাদ্রাসার শিক্ষকতা করেন।
ঘটনার দিন রোববার ২ অক্টোবর সকালে ফোরকানিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের আরবি, সুরাকালাম ,কায়দা ও কোরআন পাঠ করান। তখন সময় সকাল সাড়ে ৬টা। এমন সময় একই গ্রামের সাহাজান কারীর ছেলে ইয়াবাখোর রনি হাতে ছুরি নিয়ে মাদ্রাসায় ঢুকে কোমলমতি শিক্ষার্থীদের চুপ কোন আওয়াজ হবেনা বলে সাহেব আলীর বুকে ছুরিকাঘাত করে। ঘটনাস্থলেই সাহেব আলী মারা যায়। এসময় মাদ্রাসার শিক্ষার্থীদের ডাক চিৎকারে স্থানীয় লোকজন দৌড়ে গিয়ে ঘাতক রনিকে আটক করে। হত্যার শিকার সাহেব আলী খুনি রনির একই বাড়ি। সম্পর্কে চাচাত জেঠাত ভাই দু’জনে।
ঘটনাস্থলে জানাযায়, খুনি রনি একজন ইয়াবা ও গাজা খোর হিসেবে এলাকায় চিহিৃত। তার পিতার নাম সাহাজান কারী। তিনি কচুয়ার জগতপুর মসজিদের ঈমাম । বাড়ী শিলাস্থান মনু চেয়ারম্যান বাড়ি। রনি পেশায় কিছুই করেনা। মাঝে মধ্যে চট্রগ্রাম সিএনজি চালাতো। প্রায় সময় বাড়িতে থাকে।
গ্রামের আরো অন্ততঃ ১০জন গাজা ও ইয়াবাখোর বখাটে বন্ধুদের একজন রনি। ইয়াবা বা গাজার পয়সা চুরিদারী করে এবং ঘর থেকেই সংগ্রহ করত। টাকা না দিলে তার মা-বাবা ভাই বোনদেরকে দা ছেনি নিয়ে দৌড়ে যাইত,গালিগালাজ করত রনি। ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায়নি।
এলাকাবাসী জানায়,সাহেব আলী একজন ভাল লোক ছিল। বখাটে রনি গাজা ইয়াবা টেবলেট সেবন করে উচ্ছৃঙ্খল চলাফেরা করত। এসব নিয়ে প্রায়ই ডাক দিত সাহেব আলী সে কারনে তাকে হত্যা করা যেতে পারে। এদিকে অন্য সুত্রে জানায়ায়,সাহেব আলীর ভিটি বাড়ির জায়গাটি নিয়েও বিরোধ রয়েছে সেই জায়গা নিয়েও এ হত্যা কান্ডটি হতে পারে। এছাড়া সাহেব আলীর মেয়েকে রনি বিয়ে করতে চেয়েছে বিয়ে না দেয়ায়ও হত্যা কান্ডটি ঘটতে পারে। এলাকাবাসীর ধারনা, রনি একক সিদ্ধান্তে মাদকাসক্ত হয়ে এ হত্যা করেনি। তাকে কেউ প্ররোচনা দিয়েই এ হত্যা কান্ডটি করানো হয়েছে। গ্রামবাসীর দাবী সাহেব আলী একজন ভাল লোক ছিলেন। তার হত্যা কান্ডটি গ্রামবাসী সহজভাবে মেনে নেয়নি। হত্যাকারী রনির ফাঁসির দাবীতে তারা কয়েকদফা বিক্ষোভ মিছিল করেছে রোববার সকালে। তারা রনির এবং তার দোসরদের বের করে তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে। গ্রামবাসীর আরো দাবী, শিলাস্থান গ্রামে যত ইয়াবাখোর ও গাজাখোর রয়েছে তাদেরকেও হত্যার সাথে জড়িত করে শাস্তির দাবী জানিয়েছে।