
ফরিদগঞ্জ (চাঁদপুর): ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনে কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে কাউন্সিলর প্রার্থী আলী হায়দার পাঠান টিপু গুরুতর আহত হয়েছে।
রবিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে ৭ ওয়ার্ড কাছিয়াড়া মহিলা কেন্দ্রে উক্ত সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মাঝে কথা কাটাটির একপর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল ছুঁড়তে থাকে, এ সময় পাশে থাকা কাউন্সিলর প্রার্থী আলী হায়দার পাঠান টিপুর মাথায় ইটের আঘাত লেগে গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।পরে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়।
ফরিদগঞ্জের কাছিয়ারা আলিম মাদ্রাসা কেন্দ্রের প্রিজাডিং অফিসার আইয়ুব আলী বলেন, এ কেন্দ্রে ১০ জন কাউন্সিল প্রার্থী। মূলত প্রার্থীদের কারনেই কেন্দ্রে সহিংসতা ঘটেছে। শুনেছি একজন কাউন্সিলর প্রার্থী আহত হয়েছে।
চাঁদপুরনিউজ/এমএমএ/
