
ঢাকার আগারগাঁওয়ের ভাইরাল মিজান ভাইয়ের ভাতের হোটেলের ধাঁচে এবার চাঁদপুরের বাবুরহাটে চালু হয়েছে “হোটেল মেহমান খানা”। উদ্বোধনের পর থেকেই হোটেলটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
২৬ অক্টোবর (রবিবার) আনুষ্ঠানিকভাবে হোটেলটির কার্যক্রম শুরু হয়। মোঃ আলমগীর পাটওয়ারী ও মোঃ নজরুল ইসলামের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত “হোটেল মেহমান খানা” বাবুরহাট পিবিআই অফিসের রাস্তায় অপর পাশে অবস্থিত।
হোটেলটির অন্যতম আকর্ষণীয় দিক হলো এর অল্প মূল্যের খাবারের অফার। মাত্র ১০০ টাকায় ১ পিস গরুর মাংস ও আনলিমিটেড ভাত, ৮০ টাকায় ১ পিস মুরগির মাংস ও আনলিমিটেড ভাত, আর ৫০ টাকায় ১ পিস ডিম ও আনলিমিটেড ভাত খাওয়ার সুযোগ দিচ্ছে হোটেলটি। এছাড়াও আলু ও ঝোল খাওয়া যাবে যতবার ইচ্ছা ততবার ।
উদ্বোধনের দিন থেকেই হোটেলে ব্যাপক ভিড় দেখা যায়। কেউ এসেছেন খেতে, কেউ আবার দেখতে—সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এলাকাজুড়ে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও “হোটেল মেহমান খানা” নিয়ে ভিডিও ভাইরাল হয়ে পড়েছে।
খেতে আসা কয়েকজন ক্রেতা জানান, হোটেলের রান্না অনেক ভালো হয়েছে। মোঃ রহমান নামে এক ক্রেতা বলেন,অল্প টাকায় পেট ভরে খেতে পারবো এটা আমাদের চাঁদপুরে কখনো ভাবিনি। এতদিন ফেসবুকে দেখেছি ঢাকায় ১০০ টাকায় যত খুশি ততবার ভাত খাওয়া যায়। এখন তা আমাদের বাবুরহাটেও সম্ভব হয়েছে। আমরা এখন থেকে নিয়মিত এখানে খেতে আসবো।
স্থানীয়দের মতে, “হোটেল মেহমান খানা” বাবুরহাটের খাদ্যসংস্কৃতিতে নতুন মাত্রা যোগ করেছে।
