চাঁদপুর নিউজ সংবাদ০৪ ডিসেম্বার ২০২৫, ২০:৫৭শেয়ার করুন: Click to share on Facebook (Opens in new window) Facebook Click to share on X (Opens in new window) X Click to share on Pinterest (Opens in new window) Pinterest Click to share on Tumblr (Opens in new window) Tumblr Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp Click to share on LinkedIn (Opens in new window) LinkedIn Click to email a link to a friend (Opens in new window) Email Click to print (Opens in new window) Print বিড়াল কামড় বা আঁচড় – কী করবেন? বিড়াল কামড় বা আঁচড় – কী করবেন? হোমিও চিকিৎসা বিড়াল কামড়/আঁচড় কখনোই হালকাভাবে নেওয়া যাবে না। দ্রুত সঠিক চিকিৎসা না নিলে ইনফেকশন, সেলুলাইটিস, জ্বর, ব্যথা ইত্যাদি দেখা দিতে পারে। — বিড়াল কামড়/আঁচড়ের ঝুঁকি ব্যাকটেরিয়াল ইনফেকশন ফোঁড়া তৈরি জ্বর ও শরীর ব্যথা ত্বক ফুলে যাওয়া ক্ষত থেকে পুঁজ দুর্বলতা ও মাথা ঘোরা ক্ষত লাল ও গরম হয়ে যাওয়া — প্রাথমিক করণীয় (First Aid) ক্ষতটি পরিষ্কার পানি ও সাবান দিয়ে ভালোভাবে ধুতে হবে এন্টিসেপটিক লাগাতে হবে ক্ষত চুলকানো/চাপ দেওয়া যাবে না প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে — হোমিওপ্যাথিক চিকিৎসা (Prescription) রোগীর অবস্থা অনুযায়ী ওষুধ নির্বাচন করবেন—ডোজ রোগীর বয়স ও ক্ষতের গভীরতা অনুযায়ী ঠিক করতে হবে। ১. Ledum Pal 30 / 200 দংশন/কামড়/আঁচড়—ক্ষত ঠান্ডা লাগে, ফুলে যায়, ব্যথা। ২. Hypericum 30 / 200 স্নায়ুতে ব্যথা, জ্বালা, কামড়ে তীব্র ব্যথা ছড়িয়ে পড়লে। ৩. Arnica 30 আঘাত, কালচে দাগ, ব্যথা, ফুলে যাওয়া। ৪. Hepar Sulph 200 ক্ষতে পুঁজ, ব্যথা, স্পর্শে ব্যথা বাড়ে—ইনফেকশন প্রবণ ক্ষতে দারুণ কাজ করে। ৫. Merc Sol 200 ক্ষত ভিজে ভিজে, দগদগে, দুর্গন্ধ, ইনফেকশন হতে থাকলে। ৬. Calendula Q (External) ক্ষতে বাহ্যিকভাবে লাগালে ক্ষত দ্রুত শুকায় ও ইনফেকশন কমায়। — বিড়াল কামড় এড়াতে সতর্কতা অপরিচিত বিড়াল ধরবেন না বিড়ালের আচরণ হিংস্র হলে দূরে থাকুন বাচ্চাদের বিড়ালের থেকে দূরে রাখুন ক্ষত হলে দেরি না করে চিকিৎসা নিন — জামান হোমিও হল, চাঁদপুর বিশ্বস্ত ও ঝুঁকিমুক্ত হোমিও চিকিৎসার একটি নির্ভরযোগ্য ঠিকানা। প্রভাষক ডা. এস. জামান পলাশ D.H.M.S (B.H.B), Dhaka P.G.D (Medicine) রেজি: 23390 সিনিয়র প্রভাষক – চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ মুক্তিযোদ্ধা মার্কেট, বায়তুল আমিন চত্বর, চাঁদপুর সদর 01711-943435 | 01919-943435 অনলাইন ভিডিও কনসালটেশন ও হোম ডেলিভারি সুবিধা সুস্থ থাকুন, সতর্ক থাকুন। জমান হোমিও হল – আপনার স্বাস্থ্য, আমাদের অঙ্গীকার।