চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় স্ত্রী অভিমানে কীটনাশক পানে উজ্জ্বল হোসেন (২৯) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।
ঘটনাটি ঘটেছে শনিবার রাত ৭টা ৩০ মিনিটের দিকে ছেংগারচর পৌরসভার ১নং ওয়ার্ডের বালুরচর ফরাজি বাড়িতে। উজ্জ্বল ঐ গ্রামের বেলায়েত হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে উজ্জ্বলের স্ত্রী ইতি আক্তার স্বামীর সঙ্গে রাগ করে বাবার বাড়িতে চলে যান। এরপর থেকেই উজ্জ্বল মানসিকভাবে ভেঙে পড়েন।
শনিবার রাতে স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলার পর হঠাৎ ঘরে গিয়ে কেরির বড়ি (কীটনাশক) খেয়ে ফেলেন। কিছুক্ষণ পর ভিকটিমের খালাতো বোন মারিয়া আক্তার (১৩) তাকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন এগিয়ে এসে উজ্জ্বলকে মৃত অবস্থায় পান। খবর পেয়ে মতলব উত্তর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণেই উজ্জ্বল হোসেন আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে।