স্টাফ রিপোটার ॥
আসন্ন শারদীয় দূর্গাপুজা উপলক্ষে মতলব শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দিরের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও মন্ডপ পরিদর্শন করেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক সহ জেলা বিএনপি ও মতলব উত্তর ও দক্ষিনের নেতৃবৃন্দ। শুক্রবার ২৬ সেপ্টেম্বর ২০২৫ বিকেল ৪ টায় মতলব বাজারস্থ শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দিরের মন্ডপ পরিদর্শনকালে পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্ ও ভক্তদের উদ্দেশ্যে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, পূজায় আপনারা ঘুমাবেন, আমরা সহ নেতাকর্মীরা মন্দির পাহারা দিব। শারদীয় দূর্গাপুজা শেষ না হওয়া পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা আপনাদের পাশে থাকবে।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ হিন্দু সম্প্রদায়ের সবর্বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা যেন সুষ্ঠু ও সুন্দর ভাবে উৎসবে আনন্দে উদযাপন করতে পারে সেজন্য দলীয় নেতাকর্মীরা সর্বাত্বকভাবে সহযোগিতা করবে।
শেখ ফরিদ আহমেদ মানিক আরো বলেন,আপনাদের এ উৎসব করতে গিয়ে যদি কোন ধরনের আশঙ্কা মনে করেন, তাৎক্ষণিক আমাকে অথবা আমাদের স্থানীয় নেতৃবৃন্দকে অবহিত করবেন। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমরাও আপনাদের নিরাপত্তা ব্যবস্থা দেয়ার জন্য প্রস্তুত থাকবো।মতলব দক্ষিণ উপজেলার ৩৪ টি পূজামন্ডপে বিএনপির মনিটরিং সেল খোলা হয়েছে। আপনারা ওনাদের মোবাইল নাম্বারটি সংগ্রহ করে রাখবেন।পরিদর্শনকালে সাথে ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড.মোহাম্মদ জালাল উদ্দিন, চাঁদপুর জেলা বিএনপির সহ সভাপতি খলিলুর রহমান গাজী,এম এ শুক্কুর পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা,চ্াঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী,মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল,মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার,মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার,সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন হিরু, মতলব পৌর বিএনপির সহ সভাপতি ডাঃ শোয়েব আহমেদ, মতলব দক্ষিণ উপজেলা যুবদলের আহবায়ক মোজাহিদুল ইসলাম কিরণ, মতলব পৌর যুবদলের আহবায়ক মজিবুর রহমান সরকার সিনিয়র যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন বিপ্লব, মতলব দক্ষিণ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি কিশোর কুমার ঘোষ, সাধারণ সম্পাদক চন্দন শাহ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি গনেশ ভৌমিক প্রমুখ। এছাড়া বিএনপি, যুবদল,স্বেচ্ছাসেবক দল,ছাত্রদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
শিরোনাম:
বুধবার , ১৫ অক্টোবর, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৩০ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।