রফিকুল ইসলাম মিয়াজী : জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্টের কেন্দ্রীয় কর্মসূচীর আলোকে গতকাল ৯ সেপ্টেম্বর রবিবার চাঁদপুর সদর উপজেলায় জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্টের শিক্ষক সমাবেশ ও স্মারক লিপি প্রদান কর্মসূচী পালন করা হয়। গতকাল রবিবার সকাল ১১টায় সদর উপজেলা ভবনের আঙ্গিনায় এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষক সমিতি (বাকশিস) জেলা শাখার সভাপতি ও গণি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্বাস উদ্দিন। বক্তব্য রাখেন চাঁদপুর সদর শিক্ষক কর্মচারী ফ্রন্টের কো-চেয়ারম্যান সুর্য কুমার নাথ, সদর উপজেলা বাকশিস সভাপতি মোঃ হারুন অর রশিদ প্রমূখ। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ডিএন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোজাম্মেল হোসেন খান। এ সময় বর্তমান সরকার শিক্ষক কর্মচারীদের ৮দফা দাবী মেনে নেওয়ার আহবান জানিয়ে বক্তারা বক্তব্য রাখেন। পরে শিক্ষক কর্মচারী ফ্রন্ট চাঁদপুর সদর উপজেলা শাখার নেতৃবৃন্দ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহীনুর শাহীন খান এর নিকট প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।
চাঁদপুর নিউজ সংবাদ
