চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের হোসেনপুর গ্রামে পাটওয়ারী বাড়িতে দলিল ও নগদ টাকা চুরির ঘটনায় দু’ জনকে আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ। আজ শনিবার সকাল ১০টায় মডেল থানার এসআই আবু সাঈদ সঙ্গীয় ফোর্স নিয়ে বাবুরহাট বাজার এলাকায় একটি গ্রিলের দোকানে অভিযান চালিয়ে উত্তর শ্রীরামদির মুকবুলের ছেলে শাহাদাত হোসেন পাটওয়ারী (৩৫) ও বাবুরহাটে সিদ্দিকের ছেলে আবু জাফর (৩৬) কে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, জানুয়ারির ৩ তারিখ রাতে আটককৃত শাহাদাত হোসেন ও আবু জাফর হোসেন পুর গ্রামে বাদী তাহের পাটওয়ারীর বাড়িতে প্রবেশ করে নগদ টাকা ও মূল্যবান দলিল চুরি করে নিয়ে যায়। আটককৃতদের সাথে বাদীর জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। সেই ঘটনার জের ধরে সম্পত্তির দলিল চুরি করে নিয়ে যায়। পরে তাহের পাটওয়ারী মডেল থানায় মামলা দায়ের করার পর পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।

