স্টাফ রিপোর্টার: ॥
চাঁদপুরে মোটর যানের উপর ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে বেশকিছু সিএনজি চালককে জরিমানা আদায় করেছে। সোমবার দুপুর ১২ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পুরানবাজার-নতুনবাজার ব্রীজ সংলগ্ন পূর্ব শ্রীরামদী ব্রীজের গোড়ায়,হাসান আলী স্কুল মাঠ ও ডিসি অভিসের সামনে অভিযান চালায়। এসময় নাম্বার ও লাইসেন্স বীহিন সিএনজি এবং গাড়ির নবায়নবিহীন কাগজপত্র থাকার অপরাধে বেশ কিছু গাড়ির জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজেষ্টেট ও শাহারাস্তীর ভূমি কর্মকর্তা মোসামৎ জেসমিন আক্তার বানু। বিআরটিএ চাঁদপুর সহকারী পরিচালক শেখ মোহাম্মদ ইমান এবং সঙ্গীয় পুলিশ ফোর্সের সহযোগীতায় পরিচালিত মোবাইলকোর্ট প্রায় শতাধিক সিএনজি গাড়ি থামিয়ে বৈধ কাগজপত্র যাচাই বাচাই করে। এসময় ২৮টি গাড়ির অনিয়ম পাওয়া যায়। এসব গাড়ির বিরুদ্ধে ২৮ টি মামলায় ১১ হাজার ৮শ টাকা জরিমানা অর্থ আদায় করা হয়েছে।
চাঁদপুরে চোরাই সিএনজি ও অবৈধ কাগজপত্র বিহীন সিএনজির সংখ্যা অতিরিক্ত হারে বেড়ে যাওয়ায় যানজটের মাত্রা পূর্বের চেয়ে অধিক হারে বৃদ্ধি পেয়েছে। এসকল সিএনজিতে অবৈধ মাদক পাচারসহ নানা অপকর্ম বৃদ্ধি পেয়েছে। জেলা প্রশাসন অবৈধ সিএনজির উপর অভিযান পরিচালনা করার পর কিছুটা হলেও এদের দৌরাত্ব হৃাস পেয়েছে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ভূমি কর্মকর্তা মোসামৎ জেসমিন আক্তার বানু ও বিআরটিএ চাঁদপুর সহকারী পরিচালক শেখ মোহাম্মদ ইমান এবং সঙ্গীয় পুলিশ ফোর্সের সহযোগীতায় পরিচালিত মোবাইলকোর্ট প্রায় শতাধিক সিএনজি গাড়ি থামিয়ে বৈধ কাগজপত্র যাচাই বাচাই করে।
এ ধরনের অভিযান আগামিতে অব্যহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজেষ্টেট ও শাহারাস্তীর ভূমি কর্মকর্তা মোসামৎ জেসমিন আক্তার বানু ।