প্রতিনিধি ফরিদগঞ্জ থানা পুলিশ তাসলিমা বেগম (৩৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে। শুক্রবার গভীর রাতে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের লাউতলী গ্রাম থেকে তাকে ১১২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করে।
পুলিশের এসআই মোবারক হোসেন জানান, তাসলিমা বেগম ও তার স্বামী দুলাল মিজি উভয়ই মাদক ব্যবসায়ী। তারা গোপন সূত্রে সংবাদ পায়, দুলাল মিজি ইয়াবা ট্যাবলেটের একটি চালানসহ তার ঘরে রয়েছে। সেই সূত্র ধরে শুক্রবার গভীর রাতে পূর্ব লাউতলী গ্রামের মিজি বাড়িতে দুলাল মিজির ঘরে তল্লাশি চালায়। তল্লাশিকালে আলমিরার ড্রয়ার থেকে ১১২ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পুলিশ দুলাল মিজির স্ত্রী তাসলিমাকে আটক করলেও দুলাল মিজিকে আটক করতে পারেনি।
ফরিদগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর শনিবার তাসলিমাকে চাঁদপুর আদালতে প্রেরণ করে পুলিশ। ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব কুমার দাশ নারী মাদক ব্যবসায়ী আটকের কথা স্বীকার করেছেন।