এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের বিশেষ ছাড়ে কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে!
শিক্ষার্থীরা এসএসসি/দাখিল পরীক্ষা শেষে যে দুই থেকে তিন মাস সময় অবসর থাকছে সে সময়গুলোকে কাজে লাগানো জন্য বা দক্ষতা অর্জনের জন্য চাঁদপুরের প্রাণকেন্দ্র বাসস্ট্যন্ডস্থ ফয়সাল শপিং কমপ্লেক্স এর ২য় তলায় অবস্থিত চাঁদপুর জেলার অত্যন্ত সুপরিচিত এবং স্বনামধন্য কম্পিউটার প্রশিক্ষণ ইনষ্টিটিউট “আইটি কম্পিউটার সিটিতে” কম্পিউটারের বিভিন্ন কোর্সে ভর্তি হচ্ছে। বিশ্বায়নের যুগে মানুষ প্রযুক্তি ও কম্পিউটার বিষয়ে দক্ষতা অর্জন করে ঘরে বসে আয় করতে পারে| বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের প্রায় সকল বিভাগে কম্পিউটারের ব্যবহার নিশ্চিত করো হয়েছে। পড়ালেখা শেষে যারা চাকুরী করতে চায় দেখা যাচ্ছে যে, কোন বিজ্ঞপ্তিতে লেখা থাকে কম্পিউটার জানা আবশ্যক। আবার ব্যাবসা করতে গেলেও দেখা যাচ্ছে যে কম্পিউটার জানা না থাকলে অনলাইনে প্রচার করা, অর্ডার সংগ্রহ এবং হিসাব নিকাশ করা যাচ্ছে না। সুতরাং শিক্ষার্থীরা পড়াশুনা শেষে যে পেশায় যায় না কেন কম্পিউটার জানা ও কম্পিউটার বিষয়ে দক্ষতা থাকা আবশ্যক। আইটি কম্পিউটার সিটি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত ও ওয়ার্ল্ড আইসিটিতে স্বর্ণ্পদক প্রাপ্ত প্রতিষ্ঠান। প্রায় ১ যুগ ধরে চাঁদপুরের সকল স্তরের মানুষের মাঝে তথ্য প্রযুক্তি জ্ঞান ছড়িয়ে দিচ্ছে। ২০০৭ সাল থেকে এ পর্য্ন্ত প্রায় ৫ হাজারেরও অধিক শিক্ষার্থীদের দক্ষতার সাথে কম্পিউটার প্রশিক্ষণ দিয়েছে। যাদের মধ্যে বেশিরভাগ শিক্ষর্থী বর্তমানে সরকারি ও বেসরকারি বিভিন্ন অফিস আদালত, ব্যাংক, বীমা ইত্যাদি প্রতিষ্ঠানে কর্মরত আছে।আইটি কম্পিউটার সিটির মাধ্যমে আজই আপনার ডিজিটাল শিক্ষার পথচলা শুরু করুন।
যোগাযোগঃ
IT Computer City
Foysal Shopping Complex (1st Floor) Bus Stand, Chandpur-3600, Bangladesh.
Email: itchandpur@yahoo.com
Phone: 01925-164052 , 01557361960, 0841-67529
Website: www.itchandpur.com