
ইমানদার মুসলমানের জন্য এক মহিমান্বিত ও ঐতিহাসিক রজনী

শবে মেরাজ কী?
শবে মেরাজ হলো সেই পবিত্র রজনী, যেদিন মহানবী হযরত মুহাম্মদ ﷺ আল্লাহর বিশেষ মেহমান হয়ে

মসজিদুল হারাম → মসজিদুল আকসা → সাত আসমান → সিদরাতুল মুনতাহা পর্যন্ত

গমন করেন।

কোরআনের আলোকে শবে মেরাজ
আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে বলেন—
“পবিত্র ও মহিমাময় তিনি, যিনি তাঁর বান্দাকে রজনীতে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন…”

(সূরা আল-ইসরা : ১৭ : ১)
এই আয়াত দ্বারা প্রমাণিত হয়—

মেরাজ একটি বাস্তব ও অলৌকিক ঘটনা

এটি আল্লাহর বিশেষ নিদর্শন

হাদিসের আলোকে শবে মেরাজ

হযরত আনাস (রাঃ) থেকে বর্ণিত,
রাসূলুল্লাহ ﷺ বলেন—
“আমার কাছে বোরাক আনা হলো… আমি বাইতুল মুকাদ্দাসে পৌঁছালাম… এরপর আমাকে আসমানে উঠানো হলো।”

(সহিহ বুখারি : ৩৮৮৭, সহিহ মুসলিম : ১৬২)

শবে মেরাজের সবচেয়ে বড় উপহার

৫ ওয়াক্ত ফরজ সালাত

উম্মতে মুহাম্মদীর জন্য সরাসরি আল্লাহর পক্ষ থেকে ফরজ নামাজের বিধান

রাসূল ﷺ বলেন—
“নামাজ মুমিনের মেরাজ।”

(মুসনাদে আহমাদ)

এই রাতে আমাদের করণীয়

পাঁচ ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করা

বেশি বেশি দুরুদ ও জিকির

নফল নামাজ ও দোয়া

গুনাহ থেকে তওবা

রাসূল ﷺ এর সুন্নাহ অনুসরণে দৃঢ় প্রতিজ্ঞা

নোট:
শবে মেরাজে নির্দিষ্ট কোনো বিশেষ ইবাদত ফরজ বা ওয়াজিব নয়, তবে

এই রাত আমাদের ইমান, সালাত ও আমলের গুরুত্ব স্মরণ করিয়ে দেয়।


আসুন, শবে মেরাজের শিক্ষা হৃদয়ে ধারণ করি

নামাজকে জীবনের কেন্দ্রবিন্দু বানাই

আল্লাহর নৈকট্য অর্জনে সচেষ্ট হই