স্টাফ রিপোর্টার ॥ চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জনতা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গতকাল শনিবার বিকাল ৩টায় বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলেদেন জাতীয় দৈনিক অনুপমা এর সম্পাদক, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক মো. রোকনুজ্জামান রোকন।
তিনি বক্তব্যে বলেন, যে কোন কাজে চেষ্টা থাকলে অবশ্যই সফলতা পাওয়া যায়। শিক্ষার্থীদেরকে জীবনের লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছানোর জন্য পরিকল্পিতভাবে শিক্ষা জীবন গড়ে তুলতে হবে। পড়া-লেখার পাশাপাশি নৈতিক আচরণ শিখতে হবে। একজন শিক্ষার্থীর আচরণের মাধ্যমে তার পরিচয় ফুটে উঠে। তাই বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে এমন শিক্ষা গ্রহন করতে হবে, যে শিক্ষা নিজের ব্যাক্তি জীবন, সামাজিক জীবন এবং দেশের জন্য কাজে লাগে।
তিনি আরো বলেন, জনতা উচ্চ বিদ্যালয়ের আমি প্রাক্তন ছাত্র। এ বিদ্যালয়ের অনেক প্রাক্তন ছাত্রই বিদ্যালয় ব্যবস্থাপনার সাথে সংযুক্ত আছেন। সকলের প্রচেষ্টা থাকলে এ বিদ্যালয়ের সার্বিক উন্নতি হবে। আমাকে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি করায় প্রধান শিক্ষকসহ বিদ্যালয় কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি এ বিদ্যালয়টি প্রতিষ্ঠালগ্ন থেকে যারা শ্রম, মেধা ও আর্থিক সহযোগিতা করে আসছেন, তাদের প্রতি সম্মান ও যারা মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করছি।
বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো. খোরশেদ আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মুহাম্মদ মাসুদ আলম, বাগাদী ইউনিয়ন এর ১নং ওয়ার্ড সদস্য মো. রিয়াজ উদ্দিন পাটওয়ারী, বিদ্যালয় এর বিদ্যুৎসাহী সদস্য মো. আব্দুল্লাহ আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য মো. শহিদুল ইসলাম, বিল্লাল পাটওয়ারী, নুর আলম খান ও পারভীন বেগম এবং আমন্ত্রিত অতিথি মো. হানিফ গাজী।
শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন এবং ক্রীড়া প্রতিযোগিতার সার্বিক সহযোগিতা করেন সহকারী প্রধান শিক্ষক মাহবুবুর রহমান পাটওয়ারী, সিনিয়র শিক্ষক মো. আবু জাফর, মো. আবুল বাশার, মধুসুদন চক্রবর্তী, মোসাম্মৎ শামীমা আক্তার, সেলিনা আফরোজ, মো. সেলিম গাজী, মো. ফারুক হোসেন, মো. জাকির হোসেন, শামিমা আখতার ও মো. মহসিন পাটওয়ারী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুরজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার বাবু আলম ও গাজী মো. ইমাম হাসান।
ক্রীড়ানুষ্ঠানে অভিভাবক নারী-পুরুষ, উন্মুক্ত খেলায় অংশগ্রহনসহ প্রায় ২০টি ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। সকাল ৯টা থেকে যথারীতি জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে খেলার আনুষ্ঠানিকতা শুরু হয়। সবশেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলেদেন।
