চাঁদপুর: আজ মহান মে দিবস। শ্রমিকের অধিকার আদায়ের রক্তস্নাত ঐতিহাসিক ঘটনা প্রবাহের দিন আজ। আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে আজ সারাবিশ্বের মেহনতি শ্রমিকদের সাথে বাংলাদেশেও সরকারিভাবে ও বিভিন্ন শ্রমিক সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করবে। চাঁদপুরেও সরকারিভাবে ও বিভিন্ন সংগঠন আজ নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস উদযাপনব করবে।
১৮৮৬ সালের ১মে মার্কিন যুক্তরাষ্ট্রের ৩ লাখ শ্রমিক দৈনিক ৮ ঘণ্টা শ্রম, মজুরি বৃদ্ধি এবং সাপ্তাহিক ছুটির দাবিতে ধর্মঘট করে এক নতুন ইতিহাস সূচনা করেছিলো। ওই দিন আমেরিকার শিকাগো শহরে ধর্মঘটী শ্রমিকদের ওপর গুলি চালিয়েছিলো পুঁজিবাদীদের লেলিয়ে দেয়া পুলিশ বাহিনী। সে দিন আপোষহীন ১০ শ্রমিকের আত্মত্যাগে গড়ে উঠে শ্রমিক জনতার বৃহত্তর ঐক্য। শ্রমিক বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে পুরো শিকাগো শহর। এক পর্যায়ে এ আন্দোলনে নেতৃত্ব দেয়ার অপরাধে তৎকালীন পুঁজিবাদী সরকার বিপ্লবী শ্রমিক নেতা অপাস্ট স্পাইজ, আলবার্ট পারসন, এডলপ ফিশার এবং অস্কার নীবেকে ফাঁসি দেয়।
অবশেষে প্রবল জনমতের মুখে যুক্তরাষ্ট্র সরকার শ্রমিকদের দৈনিক ৮ ঘণ্টা কাজের সময় নির্ধারণ করতে বাধ্য হয়। এমনকি এই আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে বিশ্বে শ্রমনীতি আইন। ১৮৮৯ সালের ১৪ জুলাই ফ্রান্সের প্যারিস নগরীতে আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে শিকাগোর শ্রমিকদের সংগ্রামী ঐক্যের মহান অর্জনকে স্বীকৃতি দিয়ে ১মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস ঘোষণা করা হয়। ১৮৯০ সাল থেকে বিশ্বের শ্রমিক সংগঠনগুলো মে মাসের ১ তারিখ মে দিবস হিসেবে পালন করে আসছে।
আজ মহান মে দিবস উদযাপনব উপলক্ষে চাঁদপুরের জেলা প্রশাসন এবং বাংলাদেশ সরকারের শ্রম পরিদপ্তরের অধীনে থাকা চাঁদপুরের আঞ্চলিক শ্রম দপ্তর ও শ্রম কল্যাণ কেন্দ্রের উদ্যোগে আজ সকাল সাড়ে ১০টায় চাঁদপুর পৌর বাস টার্মিনাল (স্বর্ণখোলা রোডস্থ) প্রাঙ্গণে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। এর সহযোগিতায় থাকবে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন-১২২০। অনুষ্ঠানে চাঁদপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের মৃত শ্রমিকদের মৃত্যু ফান্ডের চেক প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জেলা প্রশাসক মোঃ ইসমাইল হোসেন। বিশেষ অতিথি থাকবেন পুলিশ সুপার মোঃ আমীর জাফর, চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল ও সহ-সভাপতি আলহাজ্ব ওচমান গণি পাটোয়ারী। এছাড়া পরিবহন মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সকল সুধীজনসহ শ্রমজীবী মানুষদের উপস্থিতি কামনা করেছেন চাঁদপুর আঞ্চলিক শ্রম দপ্তরের সহকারী শ্রম পরিচালক মোঃ নাহিদুল ইসলাম।
শ্রমিক লীগ
মহান মে দিবস উদযাপনব উপলক্ষে চাঁদপুর জেলা শ্রমিকলীগ আজ বুধবার বেলা ৩টায় জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে র্যালী বের করবে। র্যালী উদ্বোধন করবেন পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ। র্যালী শহর ঘুরে শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে জেলা আওয়ামী লীগ ও শ্রমিক লীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।