আসন্ন ১০ম জাতীয় সংসদ নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে মানুষের মাঝে রয়েছে ব্যাপক উদ্বেগ, উৎকন্ঠা। তারপরও চাঁদপুরের ৫টি আসনে সম্ভাব্য প্রার্থীর প্রচার প্রচারনা থেমে নেই। বিশেষ করে ক্ষমতাসীন আওয়ামীলীগ ও বিএনপির প্রার্থীদের পক্ষে কর্মী সমর্থকরা মাঠে নেমে পড়েছে। এ ক্ষেত্রে পিছিয়ে নেই বর্তমান ও সাবেক সংসদ সদস্যসহ নতুন অন্যান্য মনোনয়ন প্রত্যাশীরা। এদের মধ্যে আছেন:
চাঁদপুর-১ (কচুয়া) স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর, আ’লীগ নেতা মীর মোঃ ইকবাল হোসেন, বিএনপির সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহাসানুল হক মিলন, জাতীয় পার্টির সাবেক এমপি ডাঃ শহীদুল ইসলাম।
চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আওয়ামীলীগের বর্তমান সাংসদ এয়ার ভাইস মার্শাল (অবঃ) মোহাম্মদ রফিকুল ইসলাম, মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান (এসি মিজান), বিএনপির সাবেক এমপি ও সংস্থাপন প্রতিমন্ত্রী মোঃ নুরুল হুদা, শিল্পপতি ড. মোহাম্মমদ জালাল উদ্দিন, মতলব দক্ষিণ উপজেলা চেয়ারম্যান এম.এ. শুক্কুর পাটওয়ারী, জাতীয়পার্টির এমরান হোসেন মিয়া।
চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচর) পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি, আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিত রায় নন্দী ও উপজেলা চেয়ারম্যান আলাহজ্ব ইউসুফ গাজী, বিএনপির সাবেক প্যানেল স্পীকার ও ৩ বারের এমপি জিএম ফজলুল হক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিক, জাপা প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন খান।
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) উপজেলা বিএনপির সভাপতি ও বর্তমান সাংসদ লায়ন হারুনুর রশিদ, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি নাজিমুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও শিল্পপতি মোতাহার হোসেন পাটওয়ারী, জেলা আওয়ামীলীগ সভাপতি ড.মোহাম্মদ শামছুল হক ভুঁইয়া, সাংবাদিক মোঃ শফিকুর রহমান, জাপা কেন্দ্রীয় নেতা মোতাহের হোসেন।
চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্তমান সাংসদ মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাড. নুরজাহান বেগম মুক্তা, বিএনপির সাবেক এমপি ও সংসদীয় পানি কমিটির চেয়ারম্যান এম.এ. মতিন, জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি বিল্লাল হোসেন তারেক, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ব্যবসায়ী খোরশেদ আলম।
শিরোনাম:
সোমবার , ১৭ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৩ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।