মিজান লিটন ॥
আনন্দঘন উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে আজ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে চাঁদপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির ২০১৫/১৭ অর্থ বছরের নির্বাচন। এ নির্বাচনে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একটানা ভোট চলে। জুমার নামাজের জন্য বিরতী দিয়ে দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে। নির্বাচনে ৪ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন প্রধান নির্বাচন কমিশনার জাহাঙ্গীর আলম ভূঁইয়া, সহকারী আলমগীর খান, রোকন উদ্দিন ভূঁইয়া, জিয়াউল হক কাজল ও বিল্লাল।
গত কয়েকদিন ধরে ব্যবসায়ীদের এই নির্বাচনকে ঘিরে শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করেছে। ব্যানার আর পোস্টারে ছেয়ে গেছে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন পয়েন্টগুলো।
শহরের মীর শফিং কমপ্লেক্সের নিচ তলায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ১৮২ ভোটারের মধ্যে ১৭৫জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। রাত ৮টায় নির্বাচন কমিশনার ফলাফল ঘোষনা করে। সভাপতি পদে আনোয়ার হোসেন বাবুল চেয়ার প্রতীক নিয়ে ১৩৩ ভোট পেয়ে জয় লাভ করে ও একই প্যানেলের সাধারণ সম্পদাক পদে আব্দুল মোতালেব মিলন গোলাপ ফুল প্রতীক নিয়ে ১০৯ ভোট পেয়ে জয় লাভ করেন।
সহ-সভাপতি পদে বাদল সাহা মাছ প্রতীক নিয়ে ৮৪ ভোট, আজীজ সর্দার টেবিল প্রতীকে ৮৭ ভোট, সহ-সাধারণ সম্পাদক পদে সাখাওয়াত হোসেন পলাশ মই প্রতীকে ১৪২ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে তাজুল ইসলাম লিমন আম প্রতীকে ৯০ ভোট, দপ্তর সম্পাদক পদে মো. সোহেল কাপ পিরিচ প্রতীকে ৮৪ ভোট, কোষাদক্ষ পদে মো. ইসমাইল খান খেজুর গাছ প্রতীকে ৮৭ ভোট, সম্মানিত সদস্য মোহাম্মদ আলী কলস প্রতীকে ১০১ ভোট, সিরাজুল ইসলাম হরিণ ৮৩, সাইদুল ইসলাম বাঁধন প্রজাপতি প্রতীকে ১০২ ভোট পেয়ে জয় লাভ করেন।
এ নির্বাচনে দু’টি প্যানেলে প্রতিদন্ধীতার মাঝে উভয় প্যানেল থেকেই সদস্যরা জয় লাভ করে।