মিজানুর রহমান
নির্দিষ্ট মেয়াদের আগেই বন্ধ হয়ে গেছে চাঁদপুরের শিল্প ও বাণিজ্য মেলা। ৬ অক্টোবর শুক্রবার ছিলো মেলার শেষ দিন। এদিন দশনার্থীদের অনেক ভিড় দেখা যায়। গতকাল শনিবার থেকে শুরু হয় মেলার মালামাল সরিয়ে নেয়ার কাজ।
এই প্রথম চাঁদপুরে শিল্প ও বাণিজ্য মেলার আয়োজন করে ব্যবসায়ীদের জেলা পর্যায়ের শীর্ষ সংগঠন চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। গত ১২ সেপ্টেম্বর থেকে জেলা শহরের প্রধান ব্যবসায়িক এলাকা পুরাণবাজার মধুসূদন হাইস্কুল মাঠে শুরু হয় মাসব্যাপী এ মেলা। বেশ জমজমাটভাবেই চলেছিল এ মেলা। ঢাকার বেনারশী ইভেন্ট ম্যানেজমেন্ট মেলা পরিচালনার সার্বিক দায়িত্ব পালন করে।
এ প্রতিষ্ঠানের এমডি সুমন জানান, মেলার বিরাট ব্যয় নির্বাহের আয়ের উৎসের জন্যে দৈনিক লটারীর প্রোগ্রাম রাখা হয়। কিন্তু পরে এ নিয়ে জটিলতা দেখা দেয়ায় মেলা আর চালানো সম্ভব হয়নি। তাই বাধ্য হয়ে নির্দিষ্ট মেয়াদের আগেই আমরা মেলা বন্ধ করে দিতে বাধ্য হয়েছি। পরবর্তী মেলার আয়োজন হবে ময়মনসিংহের ত্রিশালে।