এম.এইচ.মাহিনঃ
বন্ধু আসাদ সিদ্দীকির ফেইসবুকে পাঠানো ছবি দেখে মনে পড়ে গেল শৈশব পাঠশালার একটি কবিতার কথা । কবিতার নাম শিক্ষাগুরুর মর্যাদা লিখেছেন কবি কাজী কাদের নেওয়াজ। উক্ত কবিতায় আলোচিত কিছু বাক্যলাপ——–বাদশাহ আলমগীরের তণয়কে পড়াতেন দিল্লীর এক মৌলভী সাহেব । স্বীয় প্রয়োজনে মৌলভী সাহেব বাদশাহ পুএ শাহজাদাকে ডাকলেন তার চরণে পানি ঢালার জন্য শাহজাদা কেবল পানি ঢাললেন কিন্তু স্বীয় হস্ত দ্বারা গুরুজীর চরণ ছুঁয়ে দেখলেন না। উক্ত আলামতটি বাদশাহী দূরহতে আয়ত্ত করলেন। বাদশাহ মৌলভী সাহেবকে আপন মসনদে আসার জন্য বললেন , এতে মৌলভী সাহেব চিন্তিত ,
বাদশাহ মৌলভী সাহেবকে বললেন- পুএ আমার আপনার পাঠশালায় সৌজন্য কি কিছু শিখায়াছে? বরং শিখেছে বেয়াদবি আর গুরুজনে অবহেলা। এরূপ আচরনে গুরুজীর ভয় কেটে যায় আর প্রতিত্তরে বললেন আজ হতে চির উন্নত হল শিক্ষাগুরুর শির, সত্যই তুমি মহান উদার বাদশাহ আলমগীর। বাদশাহ আলমগীরের সেদিন শিক্ষকদের প্রতি যে মর্যাদা দেখিয়ছিলেন তা আজও ইতিহাস বিরল। শিক্ষক হল জাতির উত্তরসাধক। তাদের গুনকীর্তন করার মত প্রতিভা আমার নেই তবুও চেষ্টা করছি ড. আশরাফ সিদ্দীকির মতো কিছু বলার । তিনি লিখেছিলেন তালসোনাপুরের তালেব মাস্টারকে নিয়ে। সে কবিতাটি উৎসর্গ করেছিলেন পদ্মা নদীর মাঝি উপন্যাসের লেখক মানিক বন্দ্যোপাধ্যায়কে। তার উপন্যাসে ফুটে উঠেছে কুবের, গনেশ আর পঙ্গু মালার জীবন কাহিনী।
তালসোনাপুরের তালেব মাস্টার চাকুরী করতেন তিন পয়সায়, অভাব-অনটন তার নিত্যসঙ্গী তবুও মনপ্রাণ দিয়ে ছাএদেরকে পড়ায় কোন অভাবই তাকে দমাতে পারে না। অন্যের ঘরে আলো দিয়ে নিজেই থাকে অন্ধকারে ।তালেব মাস্টাররের অনেক ছাএ আজ বিখ্যাত লোক তাদের মাথার উপর ঘুরে তিন হাতের পাখা আর তালেব মাস্টার আজও কুড়ে ঘরে বাস নুন আনতে পানতা ফুরায় ,আমি বলছি দিল্লীর মৌলভী এবং তালসোনাপুরের তালেব মাস্টারের কথা। আমি বলছি না কলন্কিত শিক্ষক পরিমলের কথা। আজ আমি আবেগ নয় বিবেকের তাড়নায় দিল্লীর মৌলভী, ড. আশরাফ সিদ্দীকির তালেব মাস্টরের অনুসারী তৈয়ব মাস্টারের কথা বলছি , গুরুজী আপনার হাত বাধা দেখে মনে পড়ে গেল গোলাম মোস্তফার জীবন বিনিময় কবিতার কথা বাদশা বাবর তার স্বীয় পুএ হুমায়ুনকে বাচাঁনোর জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন । গুরুজী আমার আরজি আপনার প্রতি আপনি যদি বাবরের মতো পুএকে দেখেন তাহলে মন থেকে কিছুটা হলেও কস্টের দাগ কেটে যাবে। মনে করেন আপনার পুএ নয় সে আপনার ছাএ। দেশ, জাতি এবং সমাজের সকলের প্রতি আকুল আবেদন শিক্ষক যেন জীবনের অন্তিম পর্যায় এসে এরূপ লাঞ্চিত না হন। মানবিকতার দৃষ্টি থেকে তাদের উপর সৌহার্দ নজর রাখি।
শিরোনাম:
মঙ্গলবার , ১৪ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।