গাজী মোঃ বিল্লাল একজন স্বপ্নদ্রষ্টা এবং স্বপ্নস্রষ্টা। তিনি আধুনিক ব্যবসা জগতের চিন্তা করেছেন, ব্যবসার শুরুর দিকেই। তাই তিনি আজ হাজীগঞ্জবাসির গর্ব এবং একজন সফল ব্যবসায়ী।

সৎ এবং হালাল ভাবে ব্যবসা করে যদি লেগে থাকা যায় তাহলে যেকোন ব্যবসায় সফল হওয়া যায় এটা তিনি মনে প্রানে বিশ্বাস করেন।
ব্যবসায়িক ছোট পরিসর হতে আজ ব্যবসাকে বিস্তৃত করেছেন পুরো চাঁদপুর জেলাতে। সারা জেলা হতেই খুচরা এবং পাইকারী বিক্রেতাগন চলে আসেন হাজীগঞ্জের এই টাইলসের শো-রুমে। ক্রেতাগনের ভালবাসা অর্জিত হয়েছে এখন আর এটা সম্ভব হয়েছে শুধুমাত্র গুনগত মান্যের পণ্য সরবরাহ এবং কমিট্ম্যন্টের জন্য।

চাঁদপুর জেলাতে আধুনিক রুচিসম্মত দেশী-বিদেশী,চায়না টাইলস,দরজা, স্যানিটারী সামগ্রীর পাইকারী ও খুচরা বিক্রয়ের একটি নির্ভরযোগ্য স্থান হিসাবে আজ চারদিকে খ্যাতির আলো ছড়িয়েছে হাজীগঞ্জ মডেল বিজনেস সেন্টার।

রয়েছে বিভিন্ন কোম্পানির ডিলারশীপ যেমন, মীর সিরামিক লিঃ,ফু-ওয়াং সিরামিক লিঃ, এ.বি.সিরামিক লিঃ,জাহান ডোর,মেটাডোর ফিটিংস ইত্যাদি।
ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের সাথে নির্মিত হয়েছে ওয়েবসাইট। সারাবিশ্ব হতে চাঁদপুর জেলার মানুষজন ওয়েবসাইটে পণ্য দেখে যোগাযোগ করে নিতে পারেন
ওয়েবসাইটঃ- www.modelbusinesscenter.com ফোনঃ 01681353026, 01712223340
