চাঁদপুর নিউজ প্রতিবেদক
‘ইত্যাদি’র দেশ পরিক্রমার ধারাবাহিকতায় এবারের পর্ব ধারণ করা হয়েছে চাঁদপুরের পদ্মা-মেঘনা-ডাকাতিয়ার মিলনস্থলের পাশেই বড় স্টেশন মোলহেডে। মোলহেড প্রাঙ্গণে ‘ইত্যাদি’র ধারণ অনুষ্ঠান চলে সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত। এই দীর্ঘ সময়ে আশপাশের রাস্তায়, গাছে চড়ে, নৌকা, লঞ্চ, ট্রলারে বসে, লঞ্চের ছাদে উঠে ও নদীর পাড়ে হাঁটু পানিতে দাঁড়িয়ে ‘ইত্যাদি’র ধারণ উপভোগ করে কয়েক হাজার মানুষ।
এবারের পর্বে রয়েছে চাঁদপুরের মেয়ে ‘বেগম’ পত্রিকার সম্পাদক নূরজাহান বেগমের একান্ত সাক্ষাৎকার। রয়েছে ময়মনসিংহ জেলার ৪০ সদস্যের একটি যৌথ পরিবারের ওপর প্রতিবেদন। এবারের ‘ইত্যাদি’তে মূল গানটি গেয়েছেন চাঁদপুরের চার শিল্পী-সাদী মহম্মদ, রূপালী চম্পক, এস ডি রুবেল ও দিনাত জাহান মুন্নি। গানটি লিখেছেন চাঁদপুরের আরেক সন্তান কবির বকুল। সংগীতায়োজন করেছেন আলী আকবর রূপু। থাকছে চাঁদপুরের কৃতী সন্তান শিবলী মহম্মদের পরিচালনায় স্থানীয় অর্ধশতাধিক নৃত্যশিল্পীর একটি লোকনৃত্য। নিয়মিত পর্ব হিসেবে এবারও রয়েছে যথারীতি দর্শক পর্ব, মামা-ভাগ্নে, নানি-নাতি ও চিঠিপত্র বিভাগ। রয়েছে সমসাময়িক বিভিন্ন ঘটনা নিয়ে নাট্যাংশ। এ বছরের শেষ অনুষ্ঠান হিসেবে অনুষ্ঠানের শেষে ছিল ‘ইত্যাদি’র এ বছরের অর্জন ও প্রাপ্তি নিয়ে একটি ফলোআপ প্রতিবেদন।
‘ইত্যাদি’র এ পর্বটি একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে ৫ ডিসেম্বর শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর। রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। ইত্যাদি স্পন্সর করেছে যথারীতি কেয়া কস্মেটিকস লিমিটেড।