মতলব প্রতিনিধি
বিয়ের কাবিননামা লেখা প্রায় শেষ, বর-কনের স্বাক্ষর শুধু বাকি। ঠিক সে সময়ই বিয়ে বাড়িতে হাজির হলেন ইউএনও। বন্ধ হয়ে গেলো সকল আয়োজন।
মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে দশম শ্রেণীর ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ হলো। আর এ বেআইনী কাজের জন্য বর ও কাজীকে অর্থ দণ্ড করা হয়। গত শুক্রবার বিকেলে মতলব উত্তর উপজেলার ওটারচর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ও গজরা ইউনিয়নের কাশিমনগর গ্রামের লিনা আক্তারের বিবাহের খবর পেয়ে ইউএনও মোহাম্মদ মফিজুল ইসলাম বিয়ে বাড়িতে ছুটে যান। বর কাউছার হোসেন সিএনজি স্কুটার চালক আর কনে লিনা আক্তার স্কুল ছাত্রী। এ সময় বর কাউছার হোসেনকে ১ হাজার টাকা জরিমানা ও কাজী মহসিন হোসেনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।