প্রতিনিধি==
চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের মাদক সম্রাট মোঃ শফিকুর রহমান রিপন ওরফে বোরকা রিপন (৪০)কে ইয়াবাসহ আটক করেছে ডিবি পুলিশ। গত ১৬ নভেম্বর রাত সাড়ে ১১টায় শহরের বিষ্ণুদী মাদ্রাসা রোডস্থ দুলু সর্দারের নির্মাণাধীন বাড়ির ২য় তলা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে পুলিশ ১১ পিচ ইয়াবাসহ নেশা সংক্রানত্দ দ্রব্যাদি উদ্ধার করে। অভিযানের নেতৃত্ব দেন ডিবির এসআই মোঃ জাহাঙ্গীর আলম। আটককৃত বোরকা রিপন সাংবাদিকদের জানান, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট কঙ্বাজার জেলার সীমানত্দবর্তী এলাকা থেকে এগুলো ক্রয় করে আনে। সে আরো জানায়, বিভিন্ন সময় কঙ্বাজার ও কুমিলস্না জেলা থেকে ইয়াবা এনে চাঁদপুর শহরের বিভিন্ন ডিলারের কাছে বিক্রি করেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য জেলা গোয়েন্দা শাখায় রাখা হয়েছে। তার বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
শিরোনাম:
রবিবার , ১৫ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।