রফিকুল ইসলাম বাবু॥
লিবিয়ায় প্রবাসীকে জিম্মি করে মুক্তিপন আদায়ের অভিযোগে নারীসহ দুইজনকে আটক করেছে চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার দিনগত রাতে ব্রাক্ষ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর এলাকা থেকে তাদের আটক করা হয়। সোমবার (২৫ সেপ্টেম্বর) চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান। আটককৃতরা হলো- ব্রাক্ষ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর এলাকার আনোয়ার হোসেন ও অপহরণ চক্রের মুলহোতা লিবিয়া প্রবাসী আলমগীর হোসেনের স্ত্রী জোছনা বেগম।
গোয়েন্দা পুলিশ জানায়, চলতি বছরের ১০ জুলাই চাঁদপুর শহরের বিটি রোডের বাসিন্দা রুবেল হোসেন পুলিশ সুপার বরাবরে একটি অভিযোগ করেন। লিখিত অভিযোগ বলা হয়, রুবেলের ভাই মারুফ গত চার বছর আগে লিবিয়ায় যায়। সেখানে আলমগীর ও তার লোকজন তার ভাইকে জিম্মি করে টাকা দাবি করছেন। এমন অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে চাঁদপুরের গোয়েন্দা পুলিশ। দীর্ঘদিন অপেক্ষা শেষে রোববার রাতে পুলিশ তাদের আটক করে।
পুলিশ সুপার শামসুন্নাহার জানান, ওই চক্রটি দীর্ঘদিন ধরে মারুফকে লিবিয়ায় আটক করে শারীরিক নির্যাতনের ছবি ইমোতে তার পরিবারের কাছে পাঠায়। একপর্যায়ে তারা ৩০ লাখ টাকা দাবি করে। উপায়ন্তর না পেয়ে মারুফের পরিবার ধাপে ধাপে ৯ লাখ ৩০ হাজার টাকা একটি ব্যাংক একাউন্টের মাধ্যমে তাদের কাছে পাঠায়। সেই একাউন্টের সূত্র ধরেই পুলিশ আনোয়ার হোসেন (৪০) ও জোছনা বেগম (৩৮) কে আটক করে। তিনি বলেন, হয়তোবা তারা সংঘবদ্ধ একটি আন্তর্জাতিক চক্রের সাথে জড়িত।
চাঁদপুর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন মজুমদার জানান, প্রায় সাড়ে ৯ লাখ টাকা পরিশোধের পর মারুফ সেখান থেকে কৌশলে পালিয়ে যায়। সেটা তার পরিবারের কাছ থেকে জানার পরই আমরা অভিযান চালিয়ে তাদের আটক করি। এ ব্যাপারে আরো ব্যাপক অনুসন্ধান চালানো হবে বলে জানান তিনি।