সংবাদ বিজ্ঞপ্তি ॥
চাঁদপুর পৌরসভার ৪নং ওয়ার্ড পুরান বাজার চাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান নূরুল হক বাচ্চু মিয়াজি বাড়ির মৃত. আবুল হোসেন মিয়াজীর ২য় পুত্র শিল্প মন্ত্রনালয়ের উর্ধ্বতন (অবঃ) কর্মকর্তা মোঃ শাখাওয়াত হোসেন লাভলু ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি …… রাজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৬২ বছর। তিনি ১৯ এপ্রিল বৃহস্পতিবার ভোর ৬টায় হৃদকৃয়া বন্ধ হয়ে ঢাকায় তার বাস ভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর সংবাদ শুনে বিকেলে কেন্দ্রীয় আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক বাবু সুজিত রায় নন্দি দেখতে যান এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ মেয়ে, ১ ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
মরহুমের বাড়ির সামনে মসজিদ ময়দানে ১৯ এপ্রিল বৃহস্পতিবার বাদ মাগরীব মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ, পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন তার ভগ্নিপতি বাংলাদেশ কেন্দ্রীয় প্রাথমিক শিক্ষক সমিতি’র সাবেক সভাপতি ও চাঁদপুর হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সর্দার মোঃ আবুল বাশার, মরহুমের একমাত্র ছেলে। জানাজায় অংশ গ্রহণ করেন এডভোকেট মোকতার হোসেন অভি, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ জাকির হোসেন, ৮নং বাগাদী ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন বিল্লাল, কচুয়া পৌরসভার সচিব জহিরুল ইসলাম সর্দার সহ মরহুমের আত্মীয়স্বজন ও এলাকার ধর্মপ্রাণ মুসলমানগণ। জানাজার নামাজ পড়ান দেওয়ান মাওলানা আসাদ উল্লাহ।
শিরোনাম:
শনিবার , ১২ অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৭ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।